চকরিয়া প্রতিবেদক : চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার বাহিনীর বিরুদ্ধে গরু, মহিষ, ছাগল চুরি ও চিংড়িঘেরে ডাকাতির অভিযোগ এনে বিক্ষোভ করেছে সীমান্তবর্তী চিরিঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের চারা বটতলি এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে ওলা মিয়া নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর একটি গরু চোর সিন্ডিকেট রয়েছে। দিনের বেলায় আস্তানায় অবস্থান করলেও সন্ধ্যা নামার পরে তারা সশস্ত্র বেরিয়ে পড়েন। সারারাত চলে গরু, মহিষ, ছাগল চুরি ও চিংড়ি ঘেরে ডাকাতি।
তার বাহিনীর অত্যাচারে চিরিঙ্গা ইউনিয়নের লোকজন গরু-ছাগল পালন করতে পারছেনা। যাদের গরু মহিষ ও ছাগল রয়েছে তারা চুরির ভয়ে রাত জেগে পাহারা দেন।
নাজেম উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ায় সাহারিবল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী চৌধুরীর বাহিনীর অত্যচারে চিরিঙ্গা ইউনিয়নের ৫নম্বর ও ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সবসময় আতঙ্কে থাকে। রাত নামলেও এসব এলাকা অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়।
এদিকে চেয়ারম্যান নবী চৌধুরী বলেন, চিরিঙ্গা ইউনিয়নের সওদারঘোনা এলাকার বেশকিছু সন্ত্রাসী গত সোমবার রাতে সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় এসে মুজিববর্ষের উপহার পাওয়া লোকজনের ঘর ও পার্শ্ববর্তী দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। এসব অপরাধ আড়াল করতে অপরাধীরা আামার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…
রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…
চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…