‘নগদ’ সুপারভাইজার হত্যার ১ বছর : ২ আসামিকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র আদালতে

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর সুপারভাইজার আবদুর রহমান হত্যাকান্ডের একবছর পূর্ণ হল।

গত বছরের ১৭ অক্টোবর মধ্যরাতে খুন করা হয়েছিল আবদুর রহমানকে। পরের দিন টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় নিহতদের ছোট ভাই আবদুস শুক্কুর বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। ঘটনার এক বছর না হতেই গত ৬ আগস্ট মধ্যে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছেন তদন্তকারি কর্মকর্তা।

মামলার বাদি নয়াপাড়া পুরানপাড়ার মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে আবদুস শুক্কুর জানান,মামলার তদন্তকারি পুলিশ কর্মকর্তা আদালতে দাখিল করা অভিযোগপত্র ২ আসামিকে বাদ (অব্যাহতি) প্রদান করা হয়েছে। দায়ের করা মামলাটিতে যে ৮জনকে আসামি করা হয়েছে তারা সরাসরি তার ভাই আবদুর রহমানের হত্যাকান্ডে জড়িত ছিলেন। তার ভাই নিজস্ব কাজ ছেড়ে বাড়ি ফিরতেন প্রায়শ রাত করে। ওইদিন (১৭ অক্টোবর ২০২২) ফেরার পথে সংঘবদ্ধ অপরাধিরা মিলে তার ভাইকে পরিকল্পিত হত্যা করে। অথচ পুলিশ সুনিদির্ষ্ট অভিযোগ থাকার পরও ২ আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দিয়েছেন। এব্যাপারে তারা আগামী ২২ অক্টোবর ধার্য্য কাযদিবসে আদালতে নারাজি দেবেন।

তিনি বলেন, তাদের ফাঁসি না হওয়া পযন্ত আমি আইননি লড়াই করে যাব। দীঘ একবছর হলেও শুধুমাত্রা চাজশিট দাখিল করেছেন। বিচার কাজ এখনো শুরু হয়নি। তবে আলমগীর ফয়সাল লিটন, করিম উল্লাহ, মো. শওকত ও সালামতুল্লাহকে পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেও বতর্মানে আলমগীর ফয়সাল লিটন, করিম উল্লাহ কারাগারে রয়েছেন। জামিনে থাকা আসামিরা মামলা প্রত্যাহার করার জন্য প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি ও ধমকি দিয়ে আসছেন।

অভিযোগ পত্রে অব্যাহতি প্রদান করা ২ আসামি হলেন- ৩ নম্বর আসামি বোরহান উদ্দিন জিয়া ও ৬ নম্বর আসামি নাছির উদ্দিন। এমামলার অন্যান্য আসামিরা হলেন-হাবিব উল্লাহ, আলমগীর ফয়সাল লিটন, ইছহাক, করিম উল্লাহ, মো. শওকত ও সালামতুল্লাহ।

আবদুস শুক্কুর অভিযোগ করেছেন, মামলার তদন্তকারি কর্মকর্তা ২ আসামিকে এক ইউপি সদস্যের প্রভাবে অভিযোগপত্র থেকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেছেন। এক্ষেত্রে মামলার বাদি এবং স্বাক্ষিদের সঙ্গে কোন প্রকার আলাপও করেননি। এব্যাপারে আদালতে নারাজির আবেদন দাখিলও করেছেন তার পক্ষের আইনজীবী।

মামলার তদন্তকারি টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত সিরাজী বলেন, বোরহান উদ্দিন ও নাছির উদ্দিন নামে দুজন আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করে অপরাপর আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ৬ আগস্টে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। তদন্তে যা পাওয়া গেছে, ওইভাবেই অভিযোগপত্র দাখিল হয়েছে। আপত্তি থাকলে বাদি আদালতে জানাতে পারেন।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago