র‌্যাবের পোষাক পড়ে ছিনতাইকালে ২ জন ভূয়া র‌্যাব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় র‌্যাবের পোষাক পরিহিত দুই দূর্বৃত্তকে ছিনতাইকালে গ্রেপ্তার করেছে পুলিশ; এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত কিছু উপকরণ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হল- গোপালগজ্ঞ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২) এবং খুলনা জেলার কয়রা উপজেলার আংটিয়ারী এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭)।

এদের মধ্যে সুমন মুন্সি নিজেকে সেনা বাহিনীর বহিস্কৃত নায়েক এবং ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ ব্যাটালিয়নে কর্মরত অবস্থায় ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজী, ছিনতাই ও মাদকসহ ৭ টির বেশী মামলা রয়েছে।

এছাড়া ফারুক হোসেন নিজেকে সেনা বাহিনীর বহিস্কৃত সিপাহী এবং সংস্থাটির শৃংখলা ভঙ্গের দায়ে এক বছর কারাভোগ করেছেন বলে স্বীকার করেছে।

শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকায় কতিপয় দূর্বৃত্ত র‌্যাব সদস্য পরিচয় দিয়ে রোহিঙ্গা নাগরিকসহ স্থানীয় পথচারিদের ছিনতাই করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে লুণ্ঠিত নগদ ২ হাজার ১১৫ টাকা ও ৩ টি মোবাইল ফোন সেট পাওয়া যায়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত র‌্যাব লেখা সম্বলিত ২ টি জ্যাকেট, ১ জোড়া হ্যান্ডকাফ, র‌্যাবের একটি পরিচয়পত্র, ১ টি ওয়াকিটকি সেট ও সেনা বাহিনীর মনোগ্রাম সম্বলিত একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। “

ওসি বলেন, “ গ্রেপ্তার দূর্বৃত্তরা নিজেদের সেনা বাহিনীর বহিস্কৃত সদস্য বলে স্বীকারোক্তি দিলেও তারা আসলে ওই সংস্থায় কর্মরত ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। “

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago