কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ’তে শনির দশা

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার জেলার সর্বোচ্চ সরকারি স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান কক্সবাজার জেলা সদর হাসপাতাল। প্রতিষ্ঠান জনগুরুত্বপূর্ণ আইসিইউ বিভাগে শনির দশা ভর করেছে। জনবল সংকট থাকলেও হঠাৎ করেই কমিয়ে নেয়া হয়েছে ২ টি মেডিকেল কর্মকর্তা। আর মেডিকেল কর্মকর্তা না থাকার অজুহাতে কমিয়ে নেয়া হয়েছে শয্যাও।

মেডিকেল কর্মকর্তার সংকটে প্রশিক্ষণে থাকা এইচএমও চিকিৎসক দ্বারা পরিচালিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিভাগটি। ফলে গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যাও বেড়েছে আগের তুলনায় বহুগুণ।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন ডাক্তার কফিল উদ্দিন আব্বাস। তিনি আইসিইউ বিভাগের কোন তথ্য সম্পর্কে গণমাধ্যমের সাথে আলাপ করতে রাজী হননি।

আইসিইউ বিভাগের সংশ্লিষ্ট কিছু নথিপত্র প্রতিবেদকের হাতে এসেছে। একই সঙ্গে কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বশীল কয়েকজন চিকিৎসক, কয়েকজন কর্মকর্তার সাথেও প্রতিবেদকের আলাপ হয়েছে। যার কৌশলগত কারণে গণমাধ্যমে নাম প্রকাশ না করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেছেন।

প্রাপ্ত নথিপত্র ও আলাপকালে প্রাপ্ত তথ্য মতে, দীর্ঘদিন ধরে চলমান আইসিইউ বিভাগে শয্যা ছিল ১০ টি। হাসপাতালের নতুন তত্ত¡াবধায়ক হিসেবে ডাক্তার মং টিং ঞো যোগদান করেন সেপ্টেম্বরের মাঝা-মাঝি সময়ে। তিনি যোগদানের পর পরই ওই বিভাগের ২ টি শয্যা বন্ধ করে ৮ টি শয্যা চালু রাখেন। এই বিভাগটি দীর্ঘদিন ধরে মেডিকেল কর্মকর্তা হিসেবে ৪ জন চিকিৎসক দায়িত্ব পালন করে আসছিলেন। যার মধ্যে একজন চিকিৎসব গত ২ মাস আগে স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দেন। যে পদটি এই পর্যন্ত শূণ্য রয়েছে। এর মধ্যে গত এক মাস আগে দায়িত্বরত অবস্থায় মেডিকেল কর্মকর্তা মুসাব্বির হোসাইন তানিমকে অব্যহতি প্রদান করা হয়। ফলে মেডিকেল কর্মকর্তা হিসেবে রয়েছে ডাক্তার মাহবুব বিন শরীফ ও খলিল এই দুই জন। এই ২ জনের মধ্যে ডাক্তার খলিলের গত এক মাসের উপস্থিতি নথিতে দেখা গেছে তিনি সপ্তাহে ৩-৪ দিন কর্মস্থলে উপস্থিত থাকেন না। যার কারণে আইসিইউ’র মতো গুরুত্বপূর্ণ বিভাগটি প্রায়শ দায়িত্ব পালন করে প্রশিক্ষণে থাকা এইচএমও রিফাত।

শুক্রবার বেলা ১১ টা ও শনিবার দুপুর ২ টায় আইসিইউতে গিয়ে এইচএমও রিফাত ছাড়া অন্য কোন চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। বিভাগটি পরিসংখ্যার তথ্য বলছে, এই পরিস্থিতিতে আগের তুলনায় রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েছে বহুগুণ।

অব্যহতি দেয়া মেডিকেল কর্মকর্তা মুসাব্বির হোসাইন তানিম জানান, আইসিইউতে দায়িত্ব পালনকালিন সময়ে হঠাৎ করেই তাকে অব্যহতির বিষয়টি জানানো হয়েছে। কেন এই অব্যহতি তিনি নিজেও জানেন না।

স্বয়ং হাসপাতালটির এক চিকিৎসক অভিযোগ করেছেন, নানা অজুহাতে আইসিইউ থেকে রোগীদের ফিরিয়ে দেয়া হচ্ছে। আগে যে সহজ প্রক্রিয়ায় রোগীরা ভর্তি হতে পারতেন বর্তমানে তা জটিল হয়ে উঠেছে। এখানে বেসরকারি ক্লিনিকের রোগীদের সহজে এনে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া রোগীদের মধ্যে উচ্চবিত্তদের মানুষ দ্রæত চট্টগ্রামে চলে যাচ্ছেন। গরীব পরিবারের রোগীরা পড়েছেন বিপাকে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার মং টিং ঞো আইসিইউ বিভাগে জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, এই বিভাগটি জনবল সংকটের কথা জানিয়ে দ্রæত সময়ের মধ্যে জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। আশা করছি এর সমাধান হবে।

শয্যা কমিয়ে নেয়ার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন তত্ত¡াবধায়ক। তিনি জানান, ৮ টি শয্যা চালু আছে। রোগীর সংখ্যা বাড়লে শয্যা বাড়ানো হয়।

মেডিকেল কর্মকর্তার অনুপস্থিত, একজনকে অব্যহতি, এইচএমও বা প্রশিক্ষণরত চিকিৎস একা দায়িত্ব পালনোর বিষয়ে কোন কথা বলতে রাজী নন ডাক্তার মং টিং ঞো। তিনি বলেন, বিষয়টি একান্ত অফিসিয়াল; এটা আমরা নিজেই ভালো জানি। ওইভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।

nupa alam

Recent Posts

কক্সবাজারে গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ থেকে ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…

17 hours ago

সাগর থেকে অন্তত ২২ জেলে সহ ৪টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…

20 hours ago

টেকনাফে অপহৃত দুই জন মুক্তিপণে ছাড়া

টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…

21 hours ago

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…

22 hours ago

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…

22 hours ago

গাজায় আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ : ইজরায়েলি পণ্যের সাইন বোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…

2 days ago