১ লাখ ৩০ হাজার ইয়াবা সহ আটক ৪, ট্রলার জব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার চালান যাচ্ছে চট্টগ্রামে। কক্সবাজারের সংঘবদ্ধ চক্র জেলে সেজে ট্রলার যোগে নিয়ে যাচ্ছে এসব ইয়াবা। র‌্যাব ১৫ এর একটি দল গোপন সংবাদে সমুদ্র উপকূল কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার ইয়াবা সহ ৪ জন মাদক কারবারীকে আটক করেছে। এসময় জব্দ করেছে ট্রলারটিও।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে চিহ্নিত মাদক কারবারি চক্র পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে একটি মাদকের চালান নিয়ে ফিশিং বোটযোগে সমুদ্রপথে মহেশখালী কুতুবজোমের ঘটিভাঙ্গা ব্রীজের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে র‌্যাব-১৫ এর একটি দল উক্ত এলাকায় বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ফিশিং বোটে থাকা মাদক কারবারীরা পালানোর চেষ্টাকালে ৪জন মাদক কারবারীকে আটক করে। আটকরা জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত বোটের ভিতর বিশেষ কায়দায় ইয়াবা মজুদ রয়েছে। পরে ফিশিং বোট তল্লাশী করে বিশেষ কায়দায় রক্ষিত মাছ রাখার বক্সের ভিতর হতে ১ লক্ষ ত্রিশ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটক মাদক কারবারীরা হলো, মহেশখালীর কুতুবজোমের মুসলিম মিয়ার পুত্র জাহিদ হোসেন, মৃত তাজের মুল্লুকের পুত্র কবির হোসেন, মৃত হাবিবুল্লাহর পুত্র সালামতুল্লাহ ও মৃত মজু বলির পুত্র রুহুল আমিন।

র‌্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারিরা জানায় পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে সীমান্তবর্তী এলাকার স্থল ও সমুদ্র পথ দিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবাসহ অন্যান্য মাদক চোরাচালানের সাথে জড়িত। এই চক্রটি মূলত কক্সবাজার কেন্দ্রিক একটি মাদক চোরাকারবারী চক্র। তারা সাগর পথে মিয়ানমার থেকে মহেশখালীর সমুদ্র উপকূল সোনাদিয়া ও ঘটিভাঙ্গায় ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে এসব ইয়াবা সাগর পথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চালান করে।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মহেশখালী থানায় এজাহারসহ আটকেদের দাখিল করা হয়েছে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago