নিজস্ব প্রতিবেদক : লঘুচাপের প্রভাবে জারি করা সতর্ক সংকেত রবিবার বিকালে প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আবহাওয়া অনুকুলে থাকলে সোমবার সকালে টেকনাফ থেকে জাহাজ গিয়ে সেন্টমার্টিনে আটকেপড়া পযটকদের ফেরত আনা হবে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী।
গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে এসে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক। রবিবার দুপুর পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর সতর্কসংকেত বলবৎ রাখায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল বন্ধ ছিল। ফলে রবিবারও আটকাপড়া পর্যটকেরা ফিরতে পারেননি।
এ তথ্যটি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে রবিবার দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজমান ছিল। সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়েছিল। তাই দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাবতীয় যানবাহন চলাচল বন্ধ ছিল। সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংকেত কেটে যাওয়ায় সোমবার টেকনাফ থেকে জাহাজ সেন্টমার্টিন যাবে। পর্যটকরা ফিরতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…