ছুরিকাঘাত ও হাত মুখ বেঁধে ২ যুবকের সর্বস্ব লুট!

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় মাত্র আধ ঘন্টার ব্যবধানে একই ওয়ার্ডের পৃথক স্থানে এক যুবককে ছুরিকাঘাত ও অপরজনকে হাত মুখ বেঁধে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০ টা ও পৌনে ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ও পুর্ব গর্জনতলীতে ঘটনা দুটি ঘটেছে । আহত দু’জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিতে নেয়া হয়েছে।

ছুরিকাঘাতে আহতের পিতা নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ আমার ছেলে হাবিব উল্লাহ (২২) এখন চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। রাত পৌনে ১১ টার দিকে বাড়ী ফেরার পথে পূর্ব গর্জনতলী গ্রামে কতিপয় লোক আমার ছেলেকে মারধর ও ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে এনেছি ‘।

তিনি আরও বলেন, একই রাত সোয়া ১০ টার দিকে আমার নিকটবর্তী বাসিন্দা ছরওয়ার উদ্দিনের ছেলে আল আমিন অনিককে (২৪) পিটিয়ে সর্বস্ব লুট করেছে একদল দুর্বৃত্ত। তাকেও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
ঘটনার পরপর ৯৯৯ – এ ফোন করে ঘটনা জানিয়েছেন বলেও তিনি দাবী করেন। তাকে ছেলের চিকিৎসা সেরে পুলিশ থানায় যেতে বলেছন বলে জানান।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের নম্বরে ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের কাছে জানতে চাইলে ঘটনা তাকে কেউ জানাননি জানিয়ে বলেন,আমি সড়কে ডিউটি মনিটরিংয়ে আছি। এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। আহত ও তাদের আত্নীয়দের সাথে কথা বলে এবং সরজমিন খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago