চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় মাত্র আধ ঘন্টার ব্যবধানে একই ওয়ার্ডের পৃথক স্থানে এক যুবককে ছুরিকাঘাত ও অপরজনকে হাত মুখ বেঁধে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০ টা ও পৌনে ১১ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ও পুর্ব গর্জনতলীতে ঘটনা দুটি ঘটেছে । আহত দু’জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিতে নেয়া হয়েছে।
ছুরিকাঘাতে আহতের পিতা নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ আমার ছেলে হাবিব উল্লাহ (২২) এখন চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। রাত পৌনে ১১ টার দিকে বাড়ী ফেরার পথে পূর্ব গর্জনতলী গ্রামে কতিপয় লোক আমার ছেলেকে মারধর ও ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে এনেছি ‘।
তিনি আরও বলেন, একই রাত সোয়া ১০ টার দিকে আমার নিকটবর্তী বাসিন্দা ছরওয়ার উদ্দিনের ছেলে আল আমিন অনিককে (২৪) পিটিয়ে সর্বস্ব লুট করেছে একদল দুর্বৃত্ত। তাকেও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
ঘটনার পরপর ৯৯৯ – এ ফোন করে ঘটনা জানিয়েছেন বলেও তিনি দাবী করেন। তাকে ছেলের চিকিৎসা সেরে পুলিশ থানায় যেতে বলেছন বলে জানান।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের নম্বরে ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের কাছে জানতে চাইলে ঘটনা তাকে কেউ জানাননি জানিয়ে বলেন,আমি সড়কে ডিউটি মনিটরিংয়ে আছি। এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। আহত ও তাদের আত্নীয়দের সাথে কথা বলে এবং সরজমিন খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…