নিজস্ব প্রতিবেদক : প্রিয়তোষ পাল পিন্টু সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন সাংবাদিক হিসেবে সংবাদ পরিবেশনে তাঁর কাজ সীমাবদ্ধ ছিল না। তিনি রাজনীতি, সংস্কৃতি, প্রগতি, ক্রীড়া ও সাহিত্য ছাড়াও নানা অঙ্গনে নিজের উপস্থিতি রেখে গেছেন।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় বক্তারা এমন কথা বলেছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে শোকসভায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী বলেছেন, তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রিয়তোষ পাল পিন্টু কখনও চাননি মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিতে। পিন্টু বলেছিলেন, দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিয়ে কি হবে?।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, জৈষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমেদ, মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, এডভোকেট আয়াছুর রহমান, মমতাজ উদ্দিন বাহারী, কামাল হোসেন আজাদ, পিটিআই এর ইন্সটেক্টর নাছির উদ্দীন প্রমুখ।
কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…