কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু আর নেই

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক প্রিয়তোষ পাল পিন্টু আর নেই। তিনি ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

প্রিয়তোষ পাল পিন্টু কক্সবাজারের সাংবাদিকতা জগতের অন্যতম পুরোধা। ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জিতেন্দ্র মোহন পাল, মাতার নাম বন্ধু বালা পাল। তিনি ১৯৬৫ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ছাত্রলীগ মুজিববাদী ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগ নামে বিভক্ত হয়ে গেলে তিনি জাসদ ছ্ত্রালীগে যোগদান করেন এবং পচাঁত্তর পর্যন্ত দায়িত্ব পালন করেন। জীবনেই সাংবাদিকতার সাথে যুক্ত হন। ১৯৭২ সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক দেশ বাংলা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনপদ এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু। ১৯৭৫ সালে দৈনিক সংবাদে যোগ দেন এবং অসুস্থ হওয়া পর্যন্ত দৈনিক সংবাদের জেলা নিজস্ব হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯২ সালে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে ওই পত্রিকার কক্সবাজার অফিস প্রধান হিসেবে কর্মরত ছিলেন ২০০৭ সাল পর্যন্ত।

তিনি কক্সবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক স্বদেশবাণী, দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক আজকের দেশবিদেশ, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক ইনানী, দৈনিক আপনকণ্ঠে প্রতিষ্ঠালগ্নে ও বিভিন্ন সময় যুক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সাংবাদিক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আহবায়ক, কয়েকবার কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে করেছেন।

তিনি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ছাত্রজীবন থেকে সাহিত্য সংস্কৃতি, সাময়িকী প্রকাশনা ও ক্রীড়া জগতের সাথে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কক্সবাজার সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন।

মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কক্সবাজারের মুক্তিযুদ্ধই নিয়ে তিনিই প্রথম লেখেন দৈনিক সংবাদ ও পূর্বকোণ। কক্সবাজারের মুক্তিযুদ্ধ নিয়ে যারা লেখালেখি করেছেন তারাই প্রিয়তোষ পাল পিন্টুর রেফারেন্স ব্যবহার করেছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করে আসলেও ‘কক্সবাজারের রাজনীতি ও মুক্তিযুদ্ধ’ নামে ২০১৮ সালের এপ্রিল চট্টগ্রামের প্রজ্ঞালোক প্রকাশনী থেকে প্রকাশিত হয়।

তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সহ প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago