নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের টেকনাফের আবদুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবদুর রহমান ২০১৯ সালে ১৬ ফেব্রুয়ারি ইয়াবা কারবারী হিসেবে আত্মসমর্পণকারিদের একজন।
সোমবার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি করেছেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ।
আবদুর রহমান কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর ছোট ভাই এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের সাবেক(ইউপির) চেয়ারম্যান আলী আহমদের ছেলে। আবদুর রহমানের ছোট ভাই জিয়াউর রহমান টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইয়াবা কারবারী হিসেবে আত্মসমর্পণকারিদের তিনিও একজন।
দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ জানিয়েছেন, তথ্যানুসন্ধানে পাওয়া আবদুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৭৫৫ টাকা। এরমধ্যে তাঁর বৈধ ও গ্রহণযোগ্য সম্পদ ৮৪ লাখ ৩৯ হাজার ৭৪২ টাকার। বাকি ১ কোটি ৪লাখ ২হাজার ১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ বিষয়ে আবদুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর পাওয়া জন্য নানাভাবে চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। তার বড় ভাই ও কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, ছোট্ট ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানও বিষয়টি নিয়ে কথা বলতে রাজী নন। ভাইয়ের ফোন নম্বরটিতে দেননি দুই জন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…