নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার অন্যতম অবলম্বন পল্লী চিকিৎসকরা। অবহেলিত জনপদের মানুষকে চিকিৎসা সেবা দিয়ে তাঁরা যুগের পর যুগ সাধারণ মানুষের অবলম্বন হয়ে উঠেছেন।
বাংলাদেশ স্টেট মেডিক্যাল ফ্যাকালটি কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত পল্লী চিকিৎসক সমিতি কক্সবাজার জেলা শাখা ‘পল্লী চিকিৎসক স্মারক গ্রন্থ মোড়ক উন্মোচন ও সাইন্টিফিক অনুষ্ঠান’ এ প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল এসব কথা বলেন।
বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়নে কক্সবাজার জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা: ছালেহ আহমদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, চিকিৎসা সেবার উন্নয়ন হয়েছে। এখনও প্রান্তিক জনগণের চিকিৎসার প্রথম অবলম্বন এই পল্লী চিকিৎসক। তিনি এই পল্লী চিকিৎসকদের পাশে থাকার অঙ্গিকার করেন।
সিনিয়র সহসভাপতি ডা: সনজিৎ দাশ ও সাংগঠনিক সম্পাদক ডা: মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাধারণ সম্পাদক ডা: সজল কান্তি বিশ্বাস, বিশেষ আলোচক ছিলেন, সাবেক জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সিরাজুল ইসলাম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুয়াদ আল খতিব হাসপাতালের পরিচালক ডা: শাহ আলম, ইউনিয়ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এর এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো: ফকরুল ইসলাম, জেলা কমিটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ডা: মো: সলিমুল্লাহ খাঁন, উপদেষ্টা ডা: হাফেজ আহমদ, ডা: সুজিত শর্মা, ডা: এমএ হাশেম, ডা: নবাব মিয়া, ডা: নুরুল আমিন, সহ-সভাপতি ডা: ফরিদুল হক, ডা: ফরিদ আহমদ, সহসাধারণ সম্পাদক ডা নুরুল ইসলাম খাঁন, যুগ্ন সা: সম্পাদক ডা: রঘুনাথ পাল, প্রচার সম্পাদক ডা: ফিরুজ আহমদ, দফতর সম্পাদক ডা: আকমল খাঁন, দফতর সম্পাদক রাখাল দাস প্রমুখ।
অনুষ্ঠানে পল্লী চিকিৎসকের পরিচয়, ছবি সহ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত। মঙ্গলবার সকাল সাড়ে…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরের খুরুশকুল থেকে ২টি দেশীয় তৈরী এলজি ও ৫ রাউন্ড কার্তুজ…
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিতব্য বাফুফে এর টেকনিক্যাল সেন্টারের…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমাটিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সমুদ্র সৈকত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।…