প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন কক্সবাজারের আরও ৭ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রধামন্ত্রীর অনুদানের চেক পেয়েছেন কক্সবাজারের আরও ৭ সাংবাদিক।

রবিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান এসব চেক হস্তান্তর করেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকারের অধিনে সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের কল্যানে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। সরকারের কল্যানমুখি উদ্যোগের সাথে চলছে উন্নয়নযজ্ঞ। বিশেষ করে কক্সবাজার জেলাব্যাপী যে উন্নয়ন হচ্ছে তা এই জেলা শহরকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পরিচয় করে দিচ্ছে। এর জন্য কল্যানমুখি সংবাদ প্রত্যাশা করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি আবু তাহের বলেন, চলতি বছর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রধামন্ত্রীর অনুদান থেকে প্রথম দফায় ২০ জন ২ লাখ এবং দ্বিতীয় দফায় ৭ জন ৪ লাখ টাকার চেক পেলেন। এনিয়ে গত ১০ বছরে কক্সবাজারের দেড় শতাধিক সাংবাদিক সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন।

গত ১০ জুলাই প্রধানমন্ত্রী গণভবনে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন । যেখানে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সভাপতি আবু তাহের উপস্থিত ছিলেন। ওখান থেকে চেক নিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে ৭ জনকে প্রদান করা হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আয়াছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago