নিজস্ব প্রতিবেদক : মহেশখালীতে ঘূর্ণিঝড় মোখায় লবণের মাঠে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ মে) রাতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী।
এরা হলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩২) ও পানিরছড়া বারঘর পাড়ার মৃত মতিনের ছেলে মো. আনছার।
স্থানীয় বাসিন্দাদের বরাতে ইউপি চেয়ারম্যান মীর কাশেম জানান, ‘রবিবার সকালে পলিথিন ও লবণ উঠানোর জন্য ৪০-৫০ জন শ্রমিক লবণ মাঠে যায়। এর মধ্যে ঘুর্ণিঝড় মোখার প্রভাবে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা বৃষ্টির মধ্যেও কাজ করছিল। তাদের মধ্যে ঠান্ডা লেগে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে রিদওয়ানকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।’
চেয়ারম্যান মীর কাশেম জানান ‘অপরদিকে লবণ মাঠে পলিথিন উঠাতে গিয়ে নিখোঁজ থাকার পর রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় মুহাম্মদ নেছারের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। এসময় সোনা মিয়া নামের আরেক শ্রমিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ‘অপর ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে লবন মাঠ থেকে মো. আনছারের মরদেহ উদ্ধার করেছে বলে জানান চেয়ারম্যান মীর কাশেম।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঠান্ডাজনিত কারণে অসুস্থ্ হয়ে লবন মাঠের ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া ১১ জন শ্রমিক কে হাসপতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…