নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত নামিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতি কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে পর্যটক সহ সকলকে নামতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তবে এর মধ্যে লাখো উৎসক জনতা সৈকত জুড়ে ভীড় করতে দেখা গেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সী গাল, সুগন্ধা পয়েন্ট জুড়ে দেখা মিলেছে লাখের কাছা-কাছি মানুষের।
সৈকতের নিরাপত্তায় নিয়োজিত সী সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড কর্মী আবদুস সালাম জানিয়েছেন, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারির পর থেকে প্রশাসনের নিদের্শনা মতে কাউকে পানিতে নামতে দেয়া হচ্ছে। কিন্তু এরপরও ইচ্ছুক মানুষের ভীড় কমছে না। লাখের কাছা-কাছি মানুষের মধ্যে অল্প সংখ্যক পর্যটক হলেও অন্যান্য সকলেই স্থানীয় লোকজন। শুক্রবার সাপ্তহিত ছুটি এবং মোখার পরিস্থিতির কারণে উৎসুক জনতার ভীড় বেড়েছে। যারা সৈকতের বালিয়াড়িতে ঘুরা-ফেরা, কিটকটে (বীচ ছাতা) বসে সাগর উপভোগ করছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান জানিয়েছেন, সৈকতে উৎসুক জনতার ভীড় না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। ইতিমধ্যে সৈকতের সারি সারি কিটকট (বীচ ছাতা) সরিয়ে উঠরে নিয়ে আসতে বলা হয়েছে। একই সঙ্গে সৈকতের আশে-পাশের দোকান সন্ধ্যার পর বন্ধ রাখতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে সৈকতের পানিতে নামতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। যার জন্য প্রশাসন বীচ কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডকে সাথে নিয়ে কাজ করছেন।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…