নিজস্ব প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে আবারও ২ জনকে অপহরণ করে নিয়ে গেছে অজ্ঞাত সন্ত্রাসী। এসময় অপর ২ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।
রবিবার সকাল ৮ টার দিকে জাহাজপুরা পাহাড়ে পান বরোজে কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায়। এসময় বাঁধা প্রদান করায় অপর ২ জনকে কুপিয়ে আহত করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম।
অপহৃত ২ জন হলেন, বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩২) ও একই এলাকার সরোয়ারের ছেলে মো. রিদুয়ান (১৯)।
আহত ২ জন অপন সহোদর। এরা হলেন, একই এলাকার মো. ইউসুফের ছেলে আব্দুল আমিন (২৫) ও আবদুল্লাহ (১৬)। এর মধ্যে আবদুল্লাহ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল আমিন চিকিৎসা শেষে ঘরে ফিরে গেছেন।
আহত আবদুল্লাহ জানিয়েছেন, সকালে পান বরোজে কাজ করার সময় ১০/১২ জন সশস্ত্র মুখোশধারী এসে তাদের ধাওয়া করে ২ জনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা প্রদান করলে তাদের কুপিয়ে আহত করে। তারা দৌঁড়ে পালিয়ে আসলেও ২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়।
বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম জানিয়েছেনম এ পর্যন্ত অপহরণকারিরা অপহৃতদের পরিবারের সাথে যোগাযোগ করেনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ২ জনকে অপহরণের খবর পেয়ে পুলিশের ২ টি দল অপহৃতদের পরিবার ও এলাকাবাসির সহায়তায় পাহাড়ে অভিযান শুরু করেছে।
এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ অপহৃত ৫ রোহিঙ্গা শিশু ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪ দিন পর শনিবার মুক্তি পেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…