নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের মাঝিরঘাট থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ৯ জনকে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে সাজা হওয়া ট্রলার মালিককে ৫০ লাখ টাকা আর অপর ৮ জনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় রায়ে।
রবিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ট্রলার মালিক সুলতান আহামদ কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার মো. আবু বকরের ছেলে। অপর ৮ জন তার ট্রলারের মাঝি-মাল্লা। এরা হলেন, আবদুর রউফ, মো. আবদুর রাজ্জাক মিয়া, মিজানুর রহমান, হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর, আবদুল হামিদ ও ওসমান গনি। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৭ সালের ১১ ফেব্রæয়ারি শহরের মাঝির ঘাট এলাকায় সুলতান আহমেদের ট্রলার থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করে র্যাব। এসময় ওই ট্রলারে থাকা ৮ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে সুলতান আহমেদের বাড়ি থেকে আরও ৫০ হাজার ইয়াবা সহ ট্রলার মালিককে আটক করা হয়। এ সংক্রান্ত দায়ের করা মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করে। রায়ে এ মামলায় সাজাপ্রাপ্ত মিয়ানমারের ৪ নাগরিক হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর, আবদুল হামিদকে সাজা শেষে মিয়ানমারের ফেরত পাঠানো এবং জব্দ করা ট্রলার বিক্রি করা রাষ্ট্রিয় কোষাগারে জমা প্রদানের আদেশ দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…