চকরিয়া পুলিশের ৩ সদস্যকে কুপিয়ে অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় অস্ত্র সহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের মধ্যে ৭ জন নারী রয়েছে।

বৃহস্পতিবার কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশের উপ পরিদর্শক (এসআই) অপু দে বাদি হয়ে এই মামলা দায়ের করার। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছিল। সকালে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাকিবকে (২০)।

রাকিব চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকার মোরারপাড়ার আব্দুর রশিদের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাতে এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ী এলাকায় হাতে ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ ওইদিকে যান। এসময় একদল দেশীয় তৈরী অস্ত্রধারী লোক পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হন এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে লুন্ঠিত অস্ত্র উদ্ধার করে সন্দেহজনক ১৪ জনকে আটক করেছে। ঘটনায় আহত পুলিশের ৩ সদস্য বর্তমানে শংকামুক্ত রয়েছেন। তবে এখনও চিকিৎসা চলছে।

পুলিশ সুপার জানান, হামলাকারিরা মুলত সংঘবদ্ধ একটি অপরাধি চক্র। তারা কখনও পাহাড়ে, কখনও সরকারি জমি দখল করে অবস্থান করেন। ওখানে বড় ধরণের অপরাধ করে অন্যত্রে সরে যান।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago