নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের কৃতিসন্তান কবি আসিঢ নূরের কথা ও সুরে তৈরি হওয়া ‘জব্বর মিয়ার বলি খেলা’ গানটি চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলার থিম সং ঘোষণা করা হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন কক্সবাজারের অপর কৃতিসন্তান শিল্পী আলাউদ্দিন তাহের।
বুধবার বিকালে চট্টগ্রামে পাবলিক লাইব্রেরিতে আয়োজিত ঐতিহাসিক জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলার ট্রফি ও থিম সঙের মোড়ক উন্মোচন করা হয়।
এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ১ আবদুস সবুর লিটন।
আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি ও সিটি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও আবদুস সালাম, সাবেক কাউন্সিলর ও বলিখেলা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কমিটির সাধারণ সম্পাদক ও জব্বার মিয়ার নাতি শওকত আনোয়ার বাদল, সাংবাদিক চৌধুরী ফরিদ, নজরুল ইসলাম, গীতিকার ও সুরেকার কবি আসিফ নূর, শিল্পী আলাউদ্দিন তাহের, শিল্পী জাভেদ নূর, এ্যালোহা চট্টগ্রাম প্রধান আসাদুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
এ বিষয়ে কবি আসিফ নূর জানান, ‘ইতিপূর্বে আমার লেখা গান নচিকেতা, এন্ডু কিশোর, মনির খানসহ আরো অনেকেই গেয়েছেন। তবে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলাম এবার। প্রথম চান্সেই জব্বার মিয়ার বলি খেলার থিমসঙের সম্মান অর্জন। এই গৌরবের।
প্রসঙ্গত, এবার ১৪৪ তম ঐতিহাসিক জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা আগামি ২৪-২৬ এপ্রিল চলবে।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলার সাগর উপকূলবর্তী পাহাড়ী এলাকার গোপন আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দ্যেশে…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক ছিনতাইয়ে জড়িত পেশাদার ১২ জন ছিনতাইকারিকে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে বিপুল পরিমান নিত্যপণ্যসহ বহনকারি ট্রলার জব্দ…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা ভস্মিভূত এবং…
নিজস্ব প্রতিবেদক : চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় অতর্কিত শ্বশুর বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন…