নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে একটি মাদক মামলায় পলাতক আসামী হিসেবে স্বেচ্ছায় আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করে ধরা পড়েছেন মামুন নামের এক যুবক। যিনি টেকনাফে ১ লাখ ১৬ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় র‌্যাবের দায়ের করার মামলার পলাতক আসামী তোফায়েল সেজে আদালতে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর সন্দেহ হওয়ায় জেরার এক পর্যায়ে নিশ্চিত হওয়া যায় তিনি তোফায়েল নন, তাঁর নাম মামুন।

রবিবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে ‘আয়নাবাজি’র মতো এমন ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ওই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। তিনি জানান, গত বছরের (২০২২ সালের) ২৯ ডিসেম্বর টেকনাফ থানায় র‌্যাব-১৫ এর সদস্য আমিনুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া থেকে ১ লাখ ১৬ হাজার ইয়াবা উদ্ধারের মামলাটির ৬ নম্বর মামলার পলাতক আসামী হলেন ওই এলাকার আলি আহমদের ছেলে তোফাইল (৩৫) কে। ওই মামলায় তোফাইল স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন আদালতে। আদালতের কার্যক্রম চলাকালিন এ মামলার শুনানী শুরু হয়। ওই সময় কাঠগড়ায় উপস্থিত তোফাইল হিসেবে থাকা ব্যক্তিকে সন্দেহ হলে জেরা করেন তিনি। এতে প্রমাণ মিলে তোফাইল সেজে যিনি দাঁড়িয়ে আছেন তাঁন নাম মামুন। বিষয়টি আদালতে অবহিত করলে আদালত তাকে আদালত পুলিশ মাধ্যমে কারাগারে পাঠান।

পিপি জানান, প্রাথমিকভাবে জানা গেছে টাকার বিনিময়ে এ মামুন নামের যুবক তোফাইল সেজে আদালতে এসেছিলেন। নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এব্যাপারে মামলার পরবর্তি ধার্য্য দিন বিস্তারিত বলা যাবে।

nupa alam

Recent Posts

মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…

18 hours ago

মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা…

23 hours ago

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

4 days ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

4 days ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

4 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

5 days ago