নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে পৃথক অভিযানে দেড় হাজারের বেশি রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বেলা আড়াই টার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তাররা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী এবং এসব গুলি রোহিঙ্গা ক্যাম্প সহ দেশে বিভিন্ন সন্ত্রাসীদের সরবরাহ করছিল এই চক্রটি।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিঢনের বানিয়ারপাড়া এলাকার আবছার কামালের ছেলে মো. হুমায়ুন করীর (২৩), একই ইউনিয়নের সাবেকপাড়ার মো. এনামুল হকের ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩১), ডেইল পাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল মালেক (২১)। এদের কাছ থেকে ১ হাজার ৫১৫ টি রাইফেলের গুলি পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় এলাকায় সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালায়। এসময় একটি সিএনজি চ্যালেঞ্জ করে তাতে তল্লাশী চালানো হলে রাইফেলের গুলি সহ রিয়াজ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে চৌফলদন্ডী থেকে গ্রেপ্তার করা হয় মালেককে।
পুলিশ সুপার জানান, ৩ জন স্বীকার করেছেন তারা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের চক্রের মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। এদের ধরতে অভিযান চলছে। এব্যাপারে রামু থানায় মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…