রামু প্রতিনিধি : রামুর রাজারকুলে সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র গুরতর আহত হয়েছে। সোমবার, ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় রাজারকুল ইউনিয়ন পরিষদ ভবনের পাশ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন- রাজারকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেয়াংপাড়া এলাকার আশরাফুজ্জামানের ছেলে আবু তালেব (৬০) ও আবুল তালেব এর ছেলে সাইদুল ইসলাম (২২)।
আহত আবুল তালেবের ছেলে সাইফুল ইসলাম জানান- রাজারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার শামসুল আলমের ছেলে রাসেল এর নেতৃত্বে ১০/১৫ জন বখাটে যুবক পূর্ব শত্রæতার জেরে তার ছোট ভাই সাইদুল ইসলামকে ছুরিকাঘাত সহ লাটি-সোটা দিয়ে মারধর শুরু করে। এসময় ছেলেকে মারধরের হাত থেকে রক্ষা করতে গেলে পিতা আবু তালেবকে মাথায়, হাতে ছুরিকাঘাত তরে হামলাকারিরা। তিনি আরও জানান- রাসেল এর ভাই সাদ্দাম ও রফিক, স্থানীয় কাজল, কবির সহ একদল ভাড়াটে যুবক পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
হামলার পর আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাইদুল ইসলামের শারীরিক অবস্থার অবনিত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য মো. কালা মিয়া জানান- হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে কি কারণে হামলা হয়েছে তা তিনি জানেননা।
হামলার ঘটনায় অভিযুক্ত সাদ্দাম জানান- আগেরদিন (রবিবার) রাত দশটার দিকে আবু তালেবের ছেলে সাইদুল সহ একদল যুবক তার (সাদ্দাম) ভাই রাসেলকে কোন কারণ ছাড়াই মারধর করে। এ কারণে রাসেলের বন্ধুরা ক্ষুব্দ হয়ে সাইদুল ও তার পিতাকে মারধর করেছে।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু থানার সহকারি উপ পরিদর্শক জহির উদ্দিন। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে তাকে কল করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…