এক্সক্লুসিভ

কক্সবাজারে শিশু সুরক্ষা জোরদারে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে সেভ দ্য চিলড্রেন’র শিশু সুরক্ষা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের স্থানীয় এক হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন’এর মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার মো. শহিদুল হক খান, সেভ দ্য চিলড্রেন’র শিশু সুরক্ষা বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোস্তফা ফিরোজ সহ কক্সবাজারের স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ সময় সেভ দ্য চিলড্রেন’র শিশু সুরক্ষা বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোস্তফা ফিরোজ বলেন, “কক্সবাজারে আমরা ২০১২ সাল থেকে কাজ করছি। ২০১৭ এ শুরু হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনসাধারনের উন্নয়নেও পর্যায়ক্রমে আমরা আমাদের কার্যক্রম সম্প্রসারণ করেছি। এই প্রকল্পটি শিশু সহ সকলের সুরক্ষা সম্পর্কে শেখায় এবং স্থানীয় জনসাধারণকে একাজে সম্পৃক্ত করে। আমরা এব্যাপারে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলে শিশু সুরক্ষার জন্য একটি টেকসই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। ”

২০১৯ সালে পরিচালিত একটি যৌথ জরিপের মাধ্যমে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর ও সেভ দ্য চিলড্রেন-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় সমাজসেবা অধিদপ্তরের অংশীদারিত্বে সেভ দ্য চিলড্রেন ও ব্রেকিং দ্য সাইলেন্স কক্সবাজার জেলায় শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করা ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে শিশু সুরক্ষা বাস্তবায়ন সমন্বয় করতে ২০২১ সাল থেকে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের লক্ষ্য শিশু সুরক্ষামূলক কাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সহযোগীতা প্রদান, সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে নির্যাতনের শিকার ও ঝুঁকিতে থাকা শিশুদের জন্য সেবা প্রাপ্তি সহজতর করা এবং সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করা।

জাপান সরকারের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সহযোগিতায় কক্সবাজার সদর, ঈদগাঁও ও উখিয়া উপজেলা এবং কক্সবাজার পৌরসভা এলাকায় সেভ দ্য চিলড্রেন’র এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রকল্পটি সম্বন্ধে সাংবাদিকদের অবহিত করেন জাহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক। পরে মুক্ত আলোচনায় সভায় আগত সাংবাদিকরা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

nupa alam

Recent Posts

সেনা কর্মকর্তারা ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত : মব জাষ্টিস নিন্দনীয়

মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট বিগত ১৮ সেপ্টেম্বরের দেশের প্রায় সকল পত্রিকায় প্রধান সংবাদ-শিরোনাম ছিল ফৌজদারী কার্যবিধির,…

22 mins ago

৪৮ মামলার আসামী জিয়াবুলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়ন থেকে যৌথ বাহিনী অভিযানে ৪৮ মামলার আসামী…

27 mins ago

টেকনাফে ৩১ দখলদারের থাবায় ১৪ বছরে নিশ্চিহ্ন ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের তিন শতাধিক বছরের পুরোনো ঐতিহ্যবাহী বড় ক্যাং (বৌদ্ধ…

36 mins ago

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

20 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

1 day ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

1 day ago