নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় রোহিঙ্গা বাবা-ছেলেকে ১০ বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দিয়েছেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্তরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ (৪১) এবং তার ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।

মামলার নথির বরাতে ফরিদুল বলেন, উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা কলিম উল্লাহ এবং তার ছেলে কেফায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে বলে খবর ছিল র‌্যাবের। এর প্রেক্ষিতে ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে গত ২০২১ সালের ৫ আগস্ট সন্ধ্যায় র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

এসময় গ্রেপ্তারদের স্বীকারোক্তি মতে- কলিম উল্লাহ’র বসত ঘরের মেঝের মাটি খুঁড়ে পাওয়া যায় ২ লাখ ৬৮ হাজার টাকা।

এ ঘটনায় গত ২০২১ সালের ৭ আগস্ট র‌্যাবের হোয়াইক্যং ক্যাম্পের সদস্য মো. আলাউদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

পরে গত ২০২২ সালের ৭ আগস্ট মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ওই বছর ১৭ অক্টোবর আদালত আসামিদের বিচার শুরুর (চার্জশীট) আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল বলেন, সোমবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক বাবা-ছেলেকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানার সাজার ঘোষণা দেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশ দিয়েছেন।

মামলার রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

nupa alam

Recent Posts

টেকনাফ সৈকতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে;…

6 hours ago

বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবান শিশুদের বুদ্ধাঙ্ক মাত্রা

জাহাঙ্গীর আলম ছিদ্দিকী : লেখক, কলামিস্ট ও শিক্ষক, দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।শিক্ষার্থীর নাম :…

7 hours ago

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রবিবার…

7 hours ago

জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান

শহীদ উল্লাহ : লাইলা বেগম, যেন এক সংগ্রামি নারীর নাম। স্বামী কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন…

11 hours ago

শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

এম জাহেদ চৌধুরী, চকরিয়া : চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ গ্রহণের…

11 hours ago

মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশেপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান…

1 day ago