নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তের এবার ভারতীয় এক নাগরকিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা। শুক্রবার (৩১ মার্চ) রাতে আটক ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে সূধিরকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু আমতলী এলাকা থেকে আটক করা হয়।
আটক ব্যক্তি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বিমলের পুত্র সূধির বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে অনুপ্রবেশের পর সন্দেহজনক ঘুরাফেরা কালে সূধিরকে আটক করা হয়। তার কাছ থেকে কোন ধরণের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। সে হিন্দিতে কথা বলছিল। আর ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে সে জানায়।
লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সূধির কে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা পয়েন্ট থেকে নেপালি এক নাগরিক আটক করেছিলো বিজিবি। তাকে জিজ্ঞাসাবাদের জন্যে বান্দরবানের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান। তিনি বলেন, বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে সে আসলে কী উদ্দেশ্যে সীমান্তে ঘুরাফেরা করছিল তা বিস্তারিত জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অনন্ত ২২ জন জেলে সহ ৪টি মাছ ধরার…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে অপহৃত দুইজনকে ৩ লাখ ৩০…
রামু প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো: তৈয়ব…
চকরিয়া প্রতিবেদক : চকরিয়ায় বন্যহাতির আক্রমনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী…
নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সোমবার…