নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে ভেসে এলো এক বন্যহাতি।
পরে বনবিভাগের কর্মিদের উদ্ধার চেষ্টার এক পর্যায়ে হাতিটি পুনরায় মিয়ানমার দিকে ফিরে গেছে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাদিমুরা পয়েন্টে দিয়ে এ বন্যহাতিটি ভেসে আসে।
হাতিটির আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছর বলে ধারণা বনবিভাগের সংশ্লিষ্টদের।
মিজানুর রহমান বলেন, শুক্রবার দুপুরে টেকনাফে জাদিমুরা পয়েন্টে নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার দিক থেকে একটি হাতি ভেসে আসতে দেখে বিজিবি সদস্যরা ও স্থানীয়রা। পরে হাতিটি প্যারাবনে অবস্থান নেওয়ার খবর বনবিভাগের সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়।
” খবর পেয়ে বনবিভাগের স্থানীয় একদল কর্মি ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালায়। উদ্ধার চেষ্টার অন্তত আধঘন্টা পর হাতিটি নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে লালদিয়া নামক এলাকার দিকেল চলে যায়। “
বনবিভাগের স্থানীয় এ রেঞ্জ কর্মকর্তা বলেন, ” বিশাল আকারের এ বন্যহাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর। ধারণা করা হচ্ছে- দলছুট হয়ে পথ হারিয়ে অথবা খাদ্যাভাবে হাতিটি নাফ নদী সাঁতরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। “
মিজানুর রহমান জানান, নদী সাঁতরিয়ে ভেসে বিশাল আকারের হাতিটি দেখতে তীরে ভিড় জমান অসংখ্য উৎসুক জনতা। বনকর্মিদের উদ্ধার চেষ্টার পাশাপাশি লোকজনের ভিড় দেখে হাতিটি আবারও মিয়ানমার দিকে ফিরে গেছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…