বিশ্ববিদ্যালয় ছাত্র ফয়সাল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদরে ‘ইয়াবা কারবারে বাধা দেওয়ার’ জেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চাঞ্চল্যকর জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় পাঁচ বছর পর চার আসামিকে মৃত্যুদন্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।

বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল এর আদালত এ রায় দেন বলে জানিয়েছেন কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হল, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মো. নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম ওরফে বুইল্ল্যানির ছেলে (২৫) এবং একই এলাকার মৃত আমান উল্লাহ’র ছেলে নুরুল হক (২৮), মৃত অছিউর রহমানের ছেলে রমজান আলী (৩০) ও মোঃ ইসহাকের ছেলে রুবেল (২৮)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী এলাকার নুরুল আবছারের ছেলে শাহীন উদ্দিন (২৫) এবং একই এলাকার দুদু মিয়ার ছেলে মনি আলম (২৪)।

মামলার নথির বরাতে আইনজীবী ফরিদুল বলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মোঃ নুরুল আনোয়ার এর ছেলে ও কক্সবাজার ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র জিয়া উদ্দিন তার এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাঁধা দিতো। এতে স্থানীয় মাদক কারবারিরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে ২০১৭ সালের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে জিয়া উদ্দিন ফয়সাল এর উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় জিয়া উদ্দিন ফয়সালকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

” পরদিন (২০১৭ সালের ১৭ এপ্রিল) ঘটনায় জিয়া উদ্দিন ফয়সাল এর বাবা মোঃ নুরুল আনোয়ার বাদী হয়ে ফৌজদারী দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় নয় জনকে আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের মামলার তদন্তকারি কর্মকর্তার ওই বছরের ৪ জুলাই ছয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। “

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ” দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার পাঁচ বছর পর বুধবার সকালে আদালত মামলার রায় ঘোষণা করেন। এতে মামলার প্রধান আসামি রেজাউল করিমসহ ৪ আসামির মৃত্যুদন্ড এবং দুই জনের যাবজ্জীবনের কারাদন্ডাদেশ দিয়েছেন। এছাড়া রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। “

ফরিদুল জানান, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

2 days ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago