বিশেষ প্রতিবেদক : ভরা মৌসুমেও কক্সবাজার সমুদ্র উপকূলে ইলিশ ধরতে যেতে পারছেনা জেলেরা। কয়েকদিন ধরে প্রচণ্ড দাবদাহ ও বৈরি আবহাওয়া এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে অধিকাংশ ট্রলার কক্সবাজার উপকূলের বিভিন্ন ঘাটে নোঙর করে রয়েছে।
গত ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন মৌসুমের ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে যায় কয়েক হাজার ট্রলার। প্রথম সপ্তায় ভালো ইলিশ ধরা পড়লেও গত দু সপ্তাহ ধরে আশানুরূপ ইলিশ জালে ধরা পড়েনি।
মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন,কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের কারণে ইলিশ গভীর সাগরের দিকে ফিরে গেছে।বৃষ্টিপাত শুরু হলেই উপকূলের কাছাকাছি ইলিশ আবার ছুটে আসবে। গত বৃহস্পতিবার রাত থেকে গভীর সাগরে থাকা শত শত মাছ ধরার ট্রলার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া,চৌফলদণ্ডী,চকরিয়া,মহেশখালী,কুতুবদিয়া,পেকুয়া,টেকনাফ ও সেন্ট মার্টিনের বিভিন্ন ঘাটে ফিরে আসছে। গতকাল বুধবারও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নং সর্তকতা সংকেত রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।
দেশের অন্যতম মৎস্য অবতরণকেন্দ্র কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট গিয়ে দেখা যায়, সেখানে অন্তত দুই হাজার মাছ ধরার ট্রলার ভেড়ানো রয়েছে। এসব ট্রলারে মাঝি-মাল্লারা আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সাগরে যাওয়ার জন্যে অপেক্ষা করছে।
একটি ট্রলারের মাঝি সিরাজ মিয়া বলেন, নিষেধাজ্ঞা শেষে ৭-৮দিনের রসত নিয়ে ২০ জন জেলে নিয়ে তাদের ট্রলারটি ইলিশ ধরার জন্যে সাগরে যায়। এই যাত্রায় তাদের জ্বালানি খরচও উঠে আসেনি। এখন ১০দিন ধরে ঘাটে অপেক্ষায় আছেন।
এফবি সোলেমান নামের ট্রলারের মালিক নাজেম উদ্দিন(৫২) জানান, সাগরের আবহাওয়া পরিস্থিতি খারাপের পাশাপাশি এখন জ্বালানি তেলের দামও বেড়ে গেছে। এতে সোগরে ট্রলার পাঠানো দ্বিধায় আছি। দুই দফায় তাঁর চার লাখ টাকার ওপর লোকসান হয়েছে বলে জানান।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা ও আড়তদার জয়নাল আবেদীন জানান, গত এক সপ্তাহ ধরে ঘাটে মাছ নেই বলে চলে। সাগর উত্তাল থাকায় জেলেরাও মাছ ধরতে যেতে পারছে না।
জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, কক্সবাজার সমুদ্র উপকূলে প্রায় ৬ হাজার মাছ ধরার ছোট-বড় ট্রলার রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে প্রায় ট্রলার এখন উপকূলের ঘাটগুলোতে নোঙর করে আছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সামুদ্রিক মাছের প্রজননের ৬৫দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা প্রথম এক সপ্তায় আশানুরূপ মাছ পেয়েছিল। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম ও বৈরি আবহাওয়ায় জেলেরা সাগরে যেতে পারছে না। আবহাওয়া পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সব ধরণের নৌযান অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…