ডিজেলের দাম বাড়লো লিটার ৩৪, ভাড়া বাড়লো যাত্রী প্রতি ৫৫ টাকা

নিজস্ব প্রতিবেদক : জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে যাত্রীদের ভাড়া আদায়ের ক্ষেত্রে নৈ:রাজ্য শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে স্পিড বোট ভাড়া যাত্রী প্রতি ৫৫ টাকা করে অতিরিক্ত আদায় শুরু করেছে। এ নিয়ে যাত্রীদের সাথে কয়েকটি অঘটন ঘটনা ঘটেছে। অথচ ডিজেল দাম লিটার প্রতি বেড়েছে ৩৪ টা।

কিসলু টুটুল নামের এক যাত্রী জানান, শনিবার সকালে কক্সবাজার থেকে মহেশখালী যেতে গিয়ে ভাড়া দাবি করা হয় ১৪০ টাকা। অথচ আগে ভাড়া ছিল ৮৫ টা। ৫৫ টাকা অতিরিক্ত আদায়ের ব্যাপারে কোন কথায় বলতে রাজী নন বোট চালকরা। বোটের চালককে বলা হয়, কেন এতো টাকা বেশী নিচ্ছেন? কে এই সিদ্ধান্ত দিয়েছে? ডিজেলের দাম তো বেড়েছে মাত্র ৩৪ টাকা লিটার। বলে, গেলে যাবেন না গেলে যাবেন না। কৈফিয়ত দিতে পারবে না। বলার কিছু ছিল না।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল জানান, ৫৫ টাকা অতিরিক্ত ভাড়া আদায় অত্যন্ত অমানবিক। কক্সবাজার থেকে মহেশখালী স্পিড বোটের যাতায়তের ক্ষেত্রে ডিজেল খচর হয় সর্বোচ্চ ৪ লিটার। যে হিসেবে ৩৪ টাকা বাড়লে অতিরিক্ত খরচ বাড়ে ১৩৬ টাকা। একটি বোটে যাত্রী নেয়া হয় ১১ জন। ৫৫ টাকা অতিরিক্ত নিলে অতিরিক্ত আদায় হবে ৬০৫ টাকা। ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া ১৫ টা বাড়িয়ে সর্বোচ্চ ১০০ টাকা করা যেতে পারে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, বিশ্ব বাজারের সাথে সঙ্গতি রেখে সরকার তেলের মূল্যের নতুন প্রজ্ঞাপন প্রকাশ করায় মহেশখালী রুটে চলাচলরত স্পিড বোটের ভাড়া আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনপ্রতি ১১৫ টাকা এবং ডেনিস/ কাঠের বোটের ভাড়া জনপ্রতি ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago