ওশান প্যারাডাইসে লুঙ্গি পরায় অতিথি নাজেহাল

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের তারকামানের হোটেল ‘ওশান প্যারাডাইস’ এ লুঙ্গি পরিধান করায় অতিথিকে নাজেহাল করা হয়েছে।

শুক্রবার (০৫ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটির অতিথি জাহেদ হোসেন এই ঘটনার শিকার হন।

ভুক্তভোগী পর্যটক জাহেদ হোসেন ঢাকার মিরপুরের বাসিন্দা।

পর্যটক জাহেদ হোসেন জানান, শুক্রবার (০৫ আগস্ট) দুপুর আড়াইটার পরিবারের পাঁচ সদস্য হোটেল ওশান প্যারাডাইসে দুটি রুমে উঠেন তিনি। বিকেলে সাগরে ঘোরাফেরার পর হোটেল রুম বিশ্রামের পর সদস্যদের নিয়ে রাত ৭টার দিকে রুম থেকে বের হন। প্যান্ট পড়তে একটু সমস্যায় হওয়ায় লুঙ্গি পরে বের হলে হোটেলের প্রবেশদ্বারে তাকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। তারা বলেন, হোটেলে লুঙ্গিতে থাকা যাবে না। এটি হোটেল কর্তৃপক্ষের নিয়মকানুন; যা হোটেলের আদেশ রয়েছে। বেশকিছু নিরাপত্তারক্ষী তাকে দাঁড় করিয়ে রাখেন। এক সময় নিরাপত্তারক্ষীরা খারাপ ব্যবহার করেন। এই দৃশ্য দেখে সেখানে আসেন হোটেলের হৃদয় নামে এক জুনিয়র কর্মকর্তা। পরে তিনিও একই কথা বলেন; বলেন, হোটেলে লুঙ্গিতে অবস্থান বা থাকা যাবে না। যা কর্তৃপক্ষের আদেশ রয়েছে। হৃদয়ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।

জাহেদ হোসেন আরও বলেন, এ ঘটনার পর হোটেল ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু পরে টুরিস্ট পুলিশকে বিষয়টি অবহিত করি। তারা এসে বিষয়টি সমাধান করেন এবং হোটেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছেন। কিন্তু ভ্রমণে এসে হোটেলে লুঙ্গি পরিধান করা যাবে না ও হোটেলে থাকা যাবে না বিষয়টি মেনে নিতে পারছি না।

তবে হোটেল কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। হোটেল ওশান প্যারাডাইসের ফন্ট ডেস্ক ম্যানেজার কাজী আনিসুজ্জামান বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, লুঙ্গি পরে হাঁটাহাঁটি করায় একটু সতর্ক করেছিলাম এরচেয়ে বেশি কিছু হয়নি।

লুঙ্গি পরার বিষয়ে পর্যটকদের হোটেলের বিধিনিষেধ আছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। আর পর্যটক জাহেদ হোসেনের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং তিনি সন্তুষ্ট হয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, এরকম একটি অভিযোগ শোনার পরপরই ঘটনাস্থলে যাই। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। ভুক্তভোগী পর্যটকের অভিযোগ শোনার পর সতর্ক করা হয় হোটেল কর্তৃপক্ষকে। পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আর জেলা প্রশাসনের পর্যটন সেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, বাঙালীর জাতির জাতীয় পোশাক লুঙ্গি। এটি একটি ঐতিহ্য ও সংস্কৃতি। হোটেলে লুঙ্গি পরিধান করা যাবে না; এই ধরণের কোনো নির্দেশনা নেই। তবে হোটেল কর্তৃপক্ষ এই ধরণের ঘটনা করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

3 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

3 days ago