কাইছার সিকদার, কুতুবদিয়া : কুতুবদিয়ায় ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার। এর আগে রবিবার ( ৩১ জুলাই ) দিবাগত রাতে সৈইগ্যার পাড়া এলাকা থেকে
তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আলী আকবর ডেইল ইউনিয়নের সৈরগ্যার পাড়া এলাকার মোঃ এনামুল হকের ছেলে মোঃ কমুর উদ্দিন হাসান(১৯), মৃত জালাল আহমেদের ছেলে মোঃ আব্দুল্লাহ(২৫),
মঞ্জুর আলমের ছেলে মোঃ তানবীর(২১), মৃত আবুল কাশেম ছেলে আলমগীর(২৫)।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার যায়যায়দিনকে জানান, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবর ডেইল সৈইগ্যার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচা-কেনার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এসময় মোঃ এনামুল হক প্রধান মাদকব্যবসায়ী পালিয়ে যায়। তার সাথে থাকা চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের কাছ থেকে ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া, পালিয়ে যাওয়া এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে এবং প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসতেছে বলে জানা গেছে। ইতিপূর্বে তিনি ছোটখাট চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়৷

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago