নিজস্ব প্রতিবেদক : টেকনাফ অপহৃত ২ কিশোরসহ ৪ জনকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এসময় এক অপহরণকারিকেও আটক করা হয়।
সোমবার (০১ আগস্ট) টেকনাফে বাহারছড়ার গহীন পাহাড়ে ৬ ঘন্টার সাঁড়াশি অভিযানে তাদেরকে উদ্ধার করে র্যাব ও পুলিশ।
উদ্ধার ব্যক্তিরা হলেন: আমিনুর রহমান (১৪), মোঃ নুর (১৩), মোঃ ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)। তারা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার ৯ নং ওয়ার্ড বাসিন্দা।
টেকনাফ থানার পরিদর্শক মো. হাফিজুর রহমান বলেন, চাষি মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ সৈয়দকে পাহাড় থেকে রোববার সকালে অপহরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে একই ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ
আমিনুর রহমান ও একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূরকে ‘কথা আছে’ বলে ঘর থেকে ডেকে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে তাদের স্বজনদের কাছে ১০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর প্রেক্ষিতে থানায় একটি মামলাও হয়। পরে তাদেরকে রোববার দিনব্যাপি পাহাড়ে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে করা সম্ভব হয়নি।
“এরপর সোমবার বিকেল ৩ টা থেকে ৯ টা পর্যন্ত একযোগে টেকনাফের বাহারছড়া গহিন পাহাড়ে র্যাব ও পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে রাতে গহিন পাহাড়ি আস্তানা থেকে অপহৃত ২ কিশোরসহ ৪ জনকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের ঘটনায় জড়িত স্থানীয় এক অপহরণকারিকেও আটক করা হয়।”
পরিদর্শক মো. হাফিজুর রহমান আরও বলেন, আটক অপহরণকারি ও উদ্ধারকৃত ভিকটিমরা বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…