রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা যুবক বেসরকারি সংস্থা কারিতাসে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম।

নিহত নুরুল আমিন (২৫) উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা কারিতাসের স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়দের বরাতে শরীফুল বলেন, সোমবার মধ্যরাতে উখিয়ার মধুরছড়া ৪ এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকে নিজের ঘরের সামনে নুরুল আমিন অবস্থান করছিলেন। এক পর্যায়ে ৩/৪ জনের অজ্ঞাত দূর্বৃত্তের দল তাকে তুলে নিয়ে চলাচলের রাস্তায় কয়েকটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়।

” পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। “

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ” কারা, কি কারণে নুরুল আমিনকে হত্যা করেছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। “

তবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে কোন রোহিঙ্গা দুষ্কৃতিকারি দলের সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানান শরীফুল।

তিনি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago