নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলায় বাহারছড়া ইউনিয়ন থেকে ২ কিশোর সহ ৪ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবী করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। শুক্রবার ও রোববার পৃথকভাবে এ ৪ জনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।
অপহৃতদের মধ্যে মোহাম্মদ ইলিয়াস (৩৫) ও মোহাম্মদ সৈয়দ (৬৫) নামের দুই ব্যক্তিকে রোববার বেলা ১১টার দিকে বাহারছড়ার মারিষবনিয়া পাহাড়ি ছনখোলায় জুমচাষে গেলে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। অপর দুই কিশোর মোহাম্মদ মুবিনুল (১৫) ও মোহাম্মদ নূর (১৬) কে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণ করে সন্ত্রাসীরা।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, মোহাম্মদ ইলিয়াস (৩৫) ও মোহাম্মদ সৈয়দ (৬৫) ছনখোলার চাষি। তাঁরা দুজনই ৭ নম্বর ওয়ার্ডের মারিষবনিয়ার বাসিন্দা। পাহাড় থেকে তাদের রোববার সকালে অপহরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালিয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ মুবিনুল (১৫) ও একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূরকে (১৬) ‘কথা আছে’ বলে ঘর থেকে ডেকে নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ।
তিনি জানান, শুক্রবার রাতের ঘটনায় অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি। এর মধ্যে রোববার সকালের দিকে পাহাড় থেকে আরও দুজনকে অপহরণ নিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। দুই দিনে রোহিঙ্গা সন্ত্রাসীরা এক ইউনিয়নের চারজনকে অপহরণ করেছে। এ নিয়ে এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবার রাতে অপহরণের শিকার দুজন কিশোরকে উদ্ধার করার জন্য অভিযান চলাকালে পাহাড়ের ছনখোলা এলাকা থেকে আরও দুজনকে অপহরণের খবর পেয়েছেন। কিন্তু এ ঘটনায় কোনো ধরনের অভিযোগ পাননি। তারপরও পুলিশের তিনটি দল পৃথকভাবে পাহাড়ের বিভিন্ন এলাকায় উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…