মানবপাচার মামলায় বড় ভাইয়ের পরিবর্তে আদালতে দাঁড়িয়ে জামিন নেয়া ছোট ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের একটি মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়া সেই ছোট ভাই গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম (১৫) কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মৃত মো. ইলিয়াসের পুত্র। রফিকুলের বড় ভাই আলাউদ্দিন ২০১৪ সালে দায়ের করা একটি মানবপাচার মামলার আসামি। আলাউদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, ২০১৪ সালে সংঘবদ্ধ মানবপাচারী চক্র রামুর নুরুল ইসলাম সহ কয়েকজনকে উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকুরি দেয়ার প্রলোভনে সমুদ্র উপকূলে একটি ট্রলারে তুলে দেয়। ট্রলারটি থাইল্যান্ডের পাহাড়ে পৌঁছে চক্রের সদস্যের হস্তান্তর করে। যেখানে নুরুল ইসলামকে শাররিক নির্যাতন করে আদায় করা হয় ৪ লাখ টাকা মুক্তিপণ। এরপর নুরুল ইসলামকে পাঠানো হয় মালয়েশিয়ায়। ওখানে দালালরা আটকে রাখলেও ২০১৭ সালে পুলিশ আটক করে। ওখানে এক বছর কারাভোগ শেষে ২০১৮ সালের অক্টোবর মাসে পূরুল ইসলাম দেশে ফেরেন। এ ঘটনায় ২০১৮ সালের ২৯ অক্টোবর নুরুল ইসলাম বাদি হয়ে আলাউদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালত গ্রেফতারি পরোয়ারা জারি করলে ২০১৯ সালে ২৮ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চে আলাউদ্দিন তার ছোট ভাই রফিকুলকে (১২) কে আলাউদ্দিন সাজিয়ে দাঁড় করিয়ে জামিনের আবেদন জানান। আদালত রফিকুলকে আলাউদ্দিন হিসেবে জামিনও দেন। বিষয়টি জানাজানির পর দেশব্যাপী আলোচনা শুরু হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, এর পর ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিন মামলার বাদির উপর হামলা করে। এ ঘটনায় আরো একটি মামলা হয়। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আলাউদ্দিন গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও রফিকুল পালাতক ছিল। রফিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago