নিজস্ব প্রতিবেদক : ঈদগাঁওতে খেলার সময় বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় নবগঠিত ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী বাজারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম।
নিহত শিশু জান্নাতুল ফেরদৌস (২) ঈদগাঁওয়ের পোকখালী ইউনিয়নের গোমাতলী বাজারপাড়ার আমান উল্লাহ’র মেয়ে।
স্বজনদের বরাতে আব্দুল হালিম বলেন, দুপুরে পোকখালী ইউনিয়নের গোমাতলী বাজারপাড়ায় এলাকায় শিশু জান্নাতুল ফেরদৌস বাড়ীর উঠানে একা খেলাধুলা করছিল। এতে এক পর্যায়ে বাবা-মা ও বয়স্ক স্বজনদের অলক্ষ্যে সে বসত ভিটা লাগোয়া পুকুরে পড়ে যায়।
“ পরে স্বজনরা বাড়ীর উঠানে শিশু জান্নাতুল ফেরদৌসকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে স্বজনরা তাকে পুকুরে পানিতে ভেসে থাকা অবস্থায় দেখতে পায়। স্বজনরা তাকে উদ্ধার করে ঈদগাঁও সদরের স্থানীয় এক ক্লিনিকে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”
ওসি বলেন, ঘটনার ব্যাপারে স্বজনদের কাছ থেকে কারো বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। স্বজনরা জানিয়েছে, এটি একটি নিছক দুর্ঘটনা।
নিহত শিশুর মৃতদেহ স্বজনদের হেফাজতে বাড়ীতে রয়েছে বলে জানান আব্দুল হালিম।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…