রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র সহ কথিত আরসা নেতা গ্রেফতার : ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, রাউন্ড কার্তুজ সহ কথিত ‘আরসা’ নেতা ইদ্রিসকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। একই সঙ্গে অপর এক অভিযানে ক্যাম্প থেকে কথিত আরসা বাহিনীর এক কমান্ডারের আস্তনায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়।

এর মধ্যে সোমবার ভোরে গ্রেফতার কুতুপালং ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় মুহাম্মদ ইদ্রিস (৪২) কে। ইদ্রিস কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত আবদুল করিমের পুত্র বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

তিনি জানান, ইদ্রিস রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে কথিত আরসা’ নেতা জোবায়েরের পক্ষে অবৈধ প্রভাব তৈরির ব্যর্থ চেষ্টা করে আসছিল। দীর্ঘদিন হল কুতুপালং ক্যাম্প পুলিশ তাকে হন্য হয়ে খোঁজ করছিল।একাধিক টিমের কর্ডন ও প্রযুক্তির সাহায্য এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড কার্তুজ সহ রোহিঙ্গা ইদ্রিসকে গ্রেফতার করা সক্ষম হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অপরদিকে সোমবার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১০ ব্লকে এ অভিযান চালানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

তবে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

নাইমুল বলেন, সোমবার ভোরে উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১০ ব্লকে একটি বসত ঘরে ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে এপিবিএন সদস্যরা সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে ৩ জন লোক ড্রেনের মত সুড়ঙ্গের ভিতর দিয়ে পালিয়ে যায়।

“ পরে ঘরটি তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা। ঘরটির বাসিন্দা রোহিঙ্গা দুষ্কৃতিকারি মোহাম্মদ আলম ওরফে মুসা (৩০)। ঘরটি কথিত আরসার বাহিনীর গান গ্রুপের কমান্ডার নুর কামাল ওরফে ছমি উদ্দিন তার আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল। ”

এপিবিএন এর কর্মকর্তার ভাষ্য, “ কথিত আরসা কমান্ডার নুর কামাল ওরফে ছমি উদ্দিন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকপাচার, অস্ত্রপাচার ও চোরাচালান চালিয়ে আসছিল। সে সীমান্তে চোরাচালান চক্রের অন্যতম প্রধান। ”

মাদকের চালান মজুদের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান নাইমুল হক।

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

1 day ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago