নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের কিশোর ওসাইমিম ফেসবুকে ২০২০ সালের মাঝা-মাঝি সময় খুঁজে পায় সুবাহা নামের একজনের। যিনি নিজকে পরিচয় দেন ওসাইমিমের সমবয়সি হিসেবে। পরিচয় এবং ফেসবুকে আলাপনের সূত্রে হয়ে উঠে প্রেম। ওসাইমিমের দাবি, সুবাহা তার প্রেমিকা। বাড়ি নারায়নগঞ্জ জেলার হাজিগঞ্জে। কিন্তু সুবাহা তার নিজের পিতা দ্বারা যৌন নীপিড়নের শিকার। যার করে পিতা-মাতার বিয়ে বিচ্ছেদও হয়েছে। তারপরও থেমেনি যৌন নীপিড়ন। যার এক পর্যায়ে ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ আত্মহত্যা করেছে সেই সুবাহা।
কিন্তু সুবাহাকে ফেসবুকের সুবাদে আলাপন হলেও বাস্তবে সামনা-সামনি দেখেনি ওসাইমিম। সুবাহার আত্মহত্যার কথা সে কোথায় বা কিভাবে নিশ্চিত হয়েছে তাও বলতে পারেনি। তবু তার ভেতরে শুরু হয় আত্মজ্বালা। বিষয়টি নিয়ে কথা বলে বন্ধুদের সাথে, পিতা-মাতা, পরিচিতজনের সাথে। কেউ তার সমাধান দিতে পারেনি। কিন্তু ওসাইমিম ‘সুবাহা’ হত্যার বিচার চায়। বিষয়টি জানাতে চাই পুলিশকে। কিন্তু কেউ তাকে সহায়তা করেনি। এর জন্য ওসাইমিম কক্সবাজার সদর থানা ভবনে উঠে আত্মহত্যার চেষ্টার পথটি আবিষ্কার করে। আর তার সাথে পুরো ঘটনাটি লেখে রাখে একটি কাগজে।
শুনতে গল্পের মতো মনে হলেও এটি ঘটেছে কক্সবাজারে। শনিবার (১৬ এপ্রিল) কক্সবাজার সদর মডেল থানার ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করা কিশোর ওসাইমিমের গল্পটি।
যদিও কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস কৌশলে ওই কিশোরটি রক্ষা করেছে। রক্তাক্ত উদ্ধার করে ভর্তি করে দিয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। ইতিমধ্যে ওই কিশোরের লেখা কাগজটি পুলিশের হেফাজতে রয়েছে। যা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।
কক্সবাজার শহরের একটি স্কুলের ছাত্র ওসাইমিমের বিষয়টি নিয়ে এখন প্রতিবেশি সহ সকলের মাঝে চলছে নানা আলাপ। তবে নারায়নগঞ্জ জেলার হাজিগঞ্জে পহেলা বৈশাখ সুবাহা নামের কেউ আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। নারায়নগঞ্জে এমন কোন ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে। তাহলে ফেসবুকে ‘সুবাহা’ কে আর আত্মহত্যার গল্পটি কেন বা বলা হয়েছে ওসাইমিমকে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…