টেকনাফে ‘লাল হইতরি’ বইয়ের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো ‘লাল হইতরি’ বইয়ের প্রকাশনা উৎসব ও সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তৃতীয় চোখ প্রকাশন কর্তৃক আয়োজিত কবি ও শিশুসাহিত্যিক শফিউল্লাহ নান্নু রচিত ‘লাল হইতরি’ বইয়ের প্রকাশনা উৎসব ও সাহিত্য সম্মিলনে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কথাসাহিত্যিক কায়সার খসরু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শফিউল্লাহ নান্নুর আঞ্চলিক কাব্যগ্রন্থের প্রশংসা করে বলেন- ‘আঞ্চলিক ভাষায় কবিতা লেখার এমন প্রচেষ্টায় নান্নু অবশ্যই প্রসংশার দাবিদার। তিনি আরও বলেন, প্রত্যেকটি আঞ্চলিক ভাষাই মৌলিক ভাষা। আসলে আঞ্চলিক ভাষা বলতে কোনো কিছু নেই।

নান্নুর ‘লাল হইতরি’ কাব্যগ্রন্থ তেমনই একটি মৌলিক কাব্যগ্রন্থ, যে গ্রন্থে কবি তার মা, মাটি, জনপদ, নৈসর্গিক সৌন্দর্য সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমি প্রত্যাশা করি ‘লাল হইতরি’ কাব্যগ্রন্থ এই অঞ্চলের প্রাণের স্মারক হয়ে থাকবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিশুসাহিত্যিক সন্তোষ কুমার শীল বলেন,পাহাড় নদী সমুদ্রে ঘেরা এই টেকনাফ। টেকনাফ তথা চট্টগ্রামের মৌলিক ভাষায় অনিন্দ্য সুন্দর লেখনিতে সমৃদ্ধ শিশুসাহিত্যিক শফিউল্লাহ নান্নু’র ‘লাল হইতরি’ বই সত্যিই ব্যতিক্রম। টেকনাফের ঐতিহ্যিক বিষয় ও উপাদান প্রত্যক্ষভাবে তার লেখনিতে ফুটিয়ে তুলেছেন।

অপর বিশেষ অতিথি’র বক্তব্যে সাহিত্যনুরাগী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ‘লাল হইতরি’ বইয়ের বিশ্লেষণ করে বলেন, প্রকৃতির অনবদ্য রূপের সীমান্ত জনপদ টেকনাফ। আর এই টেকনাফকে গোটা দেশের আনাচে কানাচে সাহিত্যের মাধ্যমে পরিচয় করানোর এক সম্ভাবনাময় নাম শফিউল্লাহ নান্নু।

স্বাগত বক্তব্যে কবি আব্দুর রহিম কেলভিন বলেন, টেকনাফে বর্তমান সময়ের কবি ও শিশুসাহিত্যিক শফিউল্লাহ নান্নু’র প্রকাশিত ‘লাল হইতরি’র প্রচ্ছদ যেমনটা মন কাড়ে, ঠিক তেমন-ই কবিতায় মন ছুঁয়ে যায়। তার কবিতায় টেকনাফের প্রকৃতি,সংস্কৃতি আর জীবনযাত্রার সার্বিক রূপায়ন ঘটেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃতীয় চোখ প্রকাশনীর স্বত্বাধিকারী কবি ও প্রাবন্ধিক আলী প্রয়াস। তিনি বলেন, এ জনপদের অন্ধকার স্রোতে হারিয়ে যাওয়া হাজারো তরুণদের বিপরীতে শফিউল্লাহ নান্নু এক ব্যতিক্রম প্রতিভার সৃজনশীল ও আলোর পথের মানুষ। তার মতো আরও নান্দনিক মানুষ সৃষ্টি হলে টেকনাফ আলোকিত হবে। তিনি আরও বলেন, জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে সাহিত্যপাঠের বিকল্প নেই। এজন্য দরকার বেশি বেশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরি করা। সাহিত্য ও সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেই টেকনাফের বর্তমান মাদককেন্দ্রিক নষ্ট অবস্থার বিপরীতে সুস্থ ও মানবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

প্রভাষক এহসান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে ‘লাল হইতরি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এতে অন্যদের মধ্যে ‘লাল হইতরি’ বই নিয়ে আলোচনা করেন টেকনাফ সরকারি কলেজের সিনিয়র প্রভাষক কবি মোঃ নুরুল ইসলাম মাহমুদ ও মোঃ শফিকুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন তরুণ সাহিত্যকর্মী ফয়সাল সাফি।

অনুষ্ঠানে সাহিত্যেপ্রেমী কবি-শিল্পী-শিক্ষক-ছাত্রসহ বিপুলসংখ্যক দর্শক ও সুধীজনের উপস্থিতিতে সম্মেলন কক্ষ পরিপূর্ণ ছিল।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago