নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়ায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুইজন শ্রমিক নিহত হয়েছে।
কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার জানান, শুক্রবার দুপুরে কুতুবদিয়া উপজেলার আলীআকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর এবং বড়ঘোপ ইউনিয়নের জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মো. সাহাব উদ্দিন (৩৫) কুতুবদিয়ার আলীআকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে।
তবে নিহত অন্যজন দিনমজুর বলে তথ্য পাওয়া গেলেও নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওমর হায়দার বলেন, দুপুরে কুতুবদিয়ায় ঝড়ো হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল। এসময় আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর এলাকায় লবন মাঠে কাজ করছিলেন মো. সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন শ্রমিক। এতে আকস্মিক বজ্রপাতের ঘটনায় সাহাব উদ্দিন আহত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শুক্রবার দুপুরে একই সময়ে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের জেটিঘাট এলাকায় বজ্রপাতের পৃথক আরেক ঘটনায় এক দিনমজুর মারা গেছে বলে জানান কুতুবদিয়া থানার ওসি।
এ ঘটনায় নিহত ব্যক্তি দিনমজুর। তবে তার নাম ও নিশ্চিত করতে পারেননি তিনি।
ওমর হায়দার বলেন, দুপুরে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের জেটিঘাট এলাকায় বালু উত্তোলনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় আকস্মিক বজ্রপাতে দুইজন শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় এক নারীর স্বত্ব দখলীয় জমি দখলে নিতে ভোর…
রামু প্রতিবেদক: রামুতে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে টানা দুই ঘন্টা চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক অবরোধ…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া নামক এলাকায় মাছ শিকারে…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় ‘জমি বিরোধের জেরে’ দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার থেকে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।…