নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘মজুরী বাবদ পাওনা টাকা দাবিকে’ কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
বুধবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ বøকে এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
নিহত জাহিদুল ইসলাম (২৩) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ বøকের বাসিন্দামোহাম্মদ সলিমের ছেলে। সে রোহিঙ্গা ক্যাম্পে রাজমিস্ত্রী শ্রমিকদের সর্দার (শ্রমিকদের দলপতি) হিসেবে কাজ করত।
স্থানীয়দের বরাতে নাইমুল বলেন, দুপুরে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ বøকে রাজমিস্ত্রী শ্রমিকদের দলপতি জাহিদুল ইসলামের কাছে পূর্বের কাজের বকেয়া বাবদ টাকা চাইতে যায় ক্যাম্পটির বাসিন্দা শ্রমিক মোহাম্মদ সুলতান ও আনিছুর রহমানসহ আরো ৩/৪ জন। এসময় জাহিদুলের সঙ্গে তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে জাহিদুলকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
“ পরে স্থানীয়রা তাকে (জাহিদুল) উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে, নিহত জাহিদুল ইসলামের কাছ থেকে সুলতান ও আনিছুর রহমানসহ আরও কয়েকজন মজুরী বাবদ কিছু টাকা পাওয়া ছিল। এ নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটেছে। ”
এপিবিএন এর কর্মকর্তা জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪…
টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…