অর্থনীতি

লবণ চাষীর ভাগ্যকাশে কালো মেঘ

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার জেলার ৬০ হাজার লবণ চাষীর ভাগ্যাকাশে যেন কালো মেঘের ছায়া নেমেছে। মৌসুম ভিত্তিক সাত মাসের উৎপাদন সময় বাকি রয়েছে মাত্র দুই মাস। এ সময়ে বিপুল পরিমাণ মাঠে মজুদ করা লবণ নিয়ে চাষীরা দুঃশ্চিন্তায় পড়েছেন। বর্তমানে উৎপাদনের শত টাকা কম মূল্যে বিক্রি করতে হচ্ছে লবণ। অথচ দেশে ২৩ লাখ ৫৪ হাজার মেট্টিন টন লবণের চাহিদার বেশি লবণ উৎপাদনে আশাবাদি চাষীরা।

কক্সবাজারস্থ লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়, বিসিক এর তথ্য মতে, কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শুধু মাত্রা লবণ উৎপাদন করা হয়। ৬০ হাজার একর চাষ যোগ্য জমিতে উৎপাদিত লবণ দেশের চাহিদার লক্ষ্য মাত্রা পূরণ করে থাকে। প্রতিবছর লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ উৎপাদন হয়ে থাকে। ২০২১-২০২২ সালে দেশের লবণের লক্ষ্যমাত্রা ২৩ লাখ ৫৪ হ্জাার মেট্টিন টন।

বিসিকের উপ মহা-ব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া জানান, ২২ মার্চ পর্যন্ত ১০ লাখ ৪৮ হাজার ৯২০ মেট্টিক টন লবণ উৎপাদন হয়েছে। বর্তমানে মাঠে কম হলেও ২ লাখ ১৮ হাজারের বেশি লবণ মজুদ রয়েছে। লবণ উৎপাদন বিবেচনায় লক্ষ্যমাত্রা পূরণ হবে। তবে মূল্য কমানোর কারণ নিয়ে তিনি পরিষ্কার কোন ধারণা দিতে পারেননি।

তিনি জানান, লবণ মিল মালিক, ব্যবসায়ীদের মাধ্যমে লবণের দাম উঠা-নামা হয়ে থাকে। এটা জন্য সরকার কাজ করছে। তিনি আশা করছেন, দাম আবারো বাড়বে।

লবণ চাষী সমিতির সভাপতি এসএম শহীদ উল্লাহ চৌধুরী জানান, মাঠে প্রতিমণ লবণ উৎপাদনের খরচ ৩১৭ টাকা হলেও হঠাৎ করে লবণের দাম ২০০ টাকায় এসে দাঁড়িয়েছে। এতে ১১৭ টাকা মণ প্রতি কম মূল্য পাওয়ায় চাষীরা লবণ বিক্রি করতে অনিহা প্রকাশ করছে। অথচ বর্তমানে মাঠে কয়েক লাখ মেট্টিন লবণ লবণ মজুদ রয়েছে। প্রতিদিন হাজার হাজার টন লবণ নতুন করে উৎপাদন হচ্ছে। এতে চাষীরা খুব হতাশ রয়েছে।

তিনি জানান, ফেব্রুয়ারি শেষ দিকে লবণের মূল্য ৪০০ টাকা ছিলো। হঠাৎ করে সিন্ডিকেট করে লবণ মিল মালিকরা লবণ ক্রয় বন্ধ করে দাম কমানো হয়েছে। মৌসুম ভিত্তিক হিসেব মতে নভেম্বরের মাঝা-মাঝি সময় থেতে মে মাসের মাঝা-মাঝি পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম। এখন লবণ উৎপাদনের ভর মৌসুম ধরা হয়। ২ মাস সময় থাকতে সিন্ডিকেটের কবলে লবণ চাষীরা অনিশ্চিত জীবন যাপন করছেন।

লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের আহবায়ক মকছুদ আহমদ জানান, গেল বছরের প্রায় সাড়ে ৩ লাখ মেট্রিক টন লবণ অবিক্রিত অবস্থায় মজুদ ছিলো। ৫ মাসে চাহিদার কাছা-কাছি লবণ উৎপাদন হয়েছে। এখন ন্যায্যা মুল্য না পেয়ে চাষীরা দুঃশ্চিন্তায় পড়েছেন।

চৌফলদন্ডী এলাকার লবণ চাষী হাসানুল রশিদ জানান, লবণ উৎপাদন নিয়ে আশায় বুক বেঁধেছিলেন। তিনি শেষ সময়ে দাম পতনের কবলে ব্যাপক ক্ষতির আশংকা সৃষ্টি হয়েছে।

nupa alam

Recent Posts

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে…

15 hours ago

টেকনাফে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইসসহ ফিরোজ আলম (৪৭) নামে একজন…

20 hours ago

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করলেন ছাত্রদলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও…

20 hours ago

ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার ইনানী সৈকতের সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে; এসময় স্থানীয়রা…

2 days ago

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ পর্যটনের জন্য ‘সমুদ্র সন্ধ্যা’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার হবে সকল পেশার, শ্রেণীর, ধর্মের, লিঙ্গের মানুষের…

2 days ago

রোহিঙ্গা ক্যাম্প থেকে জি থ্রি রাইফেল সহ আরসা কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি জি-থ্রি রাইফেল ও গুলিসহ সন্ত্রাসী সংগঠন আরসা’র এক…

2 days ago