নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ‘কথিত আরসা নামধারী’ সংগঠনের এক নেতাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন; সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের নেতৃত্ব স্থানীয় এ নেতা ‘জিন্মাদার’ হিসেবে রোহিঙ্গাদের কাছে পরিচিত।
এপিবিএন জানিয়েছে, আটক কথিত আরসা নেতা সংগঠনটির গুরুত্বপূর্ণ পর্যায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তি। সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের কার্যক্রম দেখভাল করা ছিল তার দায়িত্ব। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে উখিয়া থানায় মামলাও রয়েছে।
বৃহস্পতিবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে এ অভিযান চালানো হয় বলে ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
আটক ছৈয়দ আলম ওরফে মৌলভী ছৈয়দ (৪৭) উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের মৃত কাদের হোসেনের ছেলে।
নাইমুল বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে অপরাধ সংঘটনের উদ্দ্যেশ কতিপয় সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন একটি দল অভিযান চালায়। এতে এপিবিএন সদস্যরা সন্দেহজনক একটি বসত ঘর ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়।
” আটক ব্যক্তির দেখানো মতে, তার শোয়ার ঘরে বিছানার বালিশের নিচ থেকে ১ টি দেশিয় তৈরী বন্দুক ও ২ টি গুলি পাওয়া যায়। “
পুলিশ সুপার বলেন, ” আটক ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কথিত সংগঠন আরসার নাম ব্যবহার করে অপরাধ সংঘটনের সাথে জড়িত। সে সংগঠনটি নেতৃত্ব স্থানীয় পর্যায়ের ‘জিন্মাদার’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান নাইমুল হক।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…