সামর্থ্যহীন মানুষ ফ্রিতে সবজি দিতে টেকনাফে বক্স স্থাপন

নিজস্ব প্রতিবেদক ঃ

সবজির দোকানের পাশে টানানো ফেস্টুনে লেখা ‘সবজি দান বক্” যাদের সামর্থ্য আছে, তারা এ বক্সে সবজি রাখবেন।আর যাদের সবজি কেনার টাকা নেই,তারা এ বক্স থেকে সবজি নিতে পারেন।দোকানের পাশে বাইরে রাখা প্লাস্টিকের ক্যারেট বক্সে বিভিন্ন ধরনে সবজিতে ভতি।আর সামর্থ্যহীনরা নিচ্ছেন প্রয়োজন মতো।
টেকনাফ পৌরসভার বাস ষ্টেশন বাজারে দুস্থ অসহায় মানুষদের জন্য এমন একটি বক্স চালু করেছে টেকনাফ স্থলবন্দরে এম কায়সার জুয়েল নামে একজন তরুন ব্যবসায়ী।
অসহায় দুস্থদের জন্য এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেছেন।ওই বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আব্দুস ছমদের দোকানে।
এ মানবিক উদ্যোগ গ্রহণকারী এম কায়সার জুয়েল(আজ)মঙ্গলবার বিকেল থেকে তিনি ওই বক্সটি স্থাপন করে বলেন,‘বর্তমান বাজারে সবজিসহ অন্য নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে।বেশি দাম দিয়ে সমাজের অনেক মানুষের সবজি কেনার সামর্থ্য নেই।আবার অনেক মানুষ লজ্জায় কাউকে বলতেও পারেন না।আবার সবজি জাতীয়পণ্যে কেউ কাউকে সাহায্যও করেন না।এই পরিস্থিতিতে যারা অসহায়দের জন্য সবজি দান করতে ইচ্ছুক এবং যারা সবজি কেনার সামর্থ রাখেন না তাদের জন্যও বিভিন্ন সবজি ওই এ বক্স চালু করা হয়েছে।’
তিনি আরও বলেন,‘প্রথমে তিনি দৈনিক ৫০০টাকার সবজি রাখা এ উদ্যোগটি সূচনা করেছেন।পরবতীতে প্রযোজন হলে তিনি আরও বিবেচনা করবেন এবং সবজি বাজারে এ বক্সটি চালু করা হয়েছে।’
যদি যে কেহ চাইলে এ বক্স সবজি রেখে দিতে পারে।সামর্থবান মানুষ সবজি কিনতে এসে তাদের সামর্থ অনুযায়ী সবজি এ বক্সে রেখে যান,আর অসহায় মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী এ বক্স থেকে বিনামূল্যে সবজি নিয়ে যান।
সবজি বিক্রেতা আব্দুস ছমদ বলেন,‘আমি ও আমার আশেপাশে সবজি দোকানে অসহায় দরিদ্র মানুষ সবজি সাহায্য চাইতে আসেন।আবার অনেকে দাম শুনে সবজি না কিনে ফিরে যান।এ অবস্থা দেখে এম কায়সার জুয়েল ভাই অসহায়দের জন্য বিনামূল্যে সামর্থ অনুযায়ী সবজি দেওয়ার কার্যক্রম শুরু করেছেন।কিন্তু প্রতিদিন এতো সংখ্যক মানুষ সবজি বিনামূল্যে চাইতে আসেন তাদের সবাইকে সাহায্য করা একার পক্ষে সম্ভব হয় না।’
তিনি আরও বলেন,‘এ উদ্যোগের কথা জানতে পেরে অনেকে নিজেদের সম্পৃক্ততা আগ্রহ প্রকাশ করছেন।আমরা সবাই মিলে সবজি এ বক্স চালু করি।এখন সামর্থবান মানুষ নিজের সাধ্যমতো এ বক্সে সবজি রাখবেন এবং অসহায় মানুষ এখান থেকে সবজি বিনামূল্যে নিয়ে যাবেন।’
এম কায়সার জুয়েল বলেন,‘খুব ছোট্ট এ উদ্যোগটি গ্রহণ করেছি অসহায় মানুষদের জন্য।এটি সর্বত্র ছড়িয়ে দিতে চাই,যাতে উচ্চদ্রব্য মূল্যের বাজারে অসহায় দুস্থ মানুষরা দু’বেলা পেটভরে খেতে পারে।’

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago