নিজস্ব প্রতিবেদক : মহেশখালীতে সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) এর নেতৃত্বে পুলিশ দিয়ে এক সংস্কৃতিককর্মীর জমি দখলের চেষ্টা চালানো অভিযোগ উঠেছে। আদালতে বিচারাধিন একটি জমি এসিল্যান্ডের গাড়ি চালককে দখলে দিতে এমন কাণ্ড ঘটানো হয়। এর প্রতিবাদ করতে গিয়ে ওই সংস্কৃতিকর্মীকে পুলিশ দিয়ে আটক করানোও হয়ে ছিল। যদিও প্রতিবাদের মুখে আড়াই ঘন্টা পর ছেড়ে দেয়া হয় সংস্কৃতিককর্মীকে।
হয়রানী শিকার ব্যক্তি প্রশান্ত মঙ্গল। তিনি উদীচি শিল্পী গোষ্টি মহেশখালী শাখার সাধারণ সম্পাদক।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর প্রশান্ত মঙ্গল জানান, মহেশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় তার বসত ভিটা। বসত ভিটার কিছু জমি নিয়ে এসিল্যান্ডের গাড়ির চালক বিকাশ ধরের সাথে বিরোধ সৃষ্টি হয় সম্প্রতি। বারবার জমি দখলের চেষ্টা করা হলে এব্যাপারে আদালতে মামলা করা হয়েছে। আদালতে মঙ্গলবার মামলার নির্ধারিত দিন ছিল। কিন্তু এ সময় দুপুর ১২ টার আগে এসিল্যান্ড সাইফুল ইসলাম এর নেতৃত্বে কিছু সংখ্যক পুলিশ জমিটি দখল করার চেষ্টা শুরু করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এসিল্যান্ডের নিদের্শে পুলিশ তাকে হাত কড়া পরিয়ে প্রথমে মহেশখালী থানায় নিয়ে যান। ওখানে এক ঘন্টা আটকে রাখার পর তাকে নিয়ে যাওয়া হয় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। এর মধ্যে মহেশখালী সহ জেলা সংস্কৃতিকর্মী সহ নানা মহল বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানো শুরু করে। অনেকেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করেন। দুপুর দেড় টার পরে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছলেখা নিয়ে তাকে ছেড়ে দেন।
এব্যাপারে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, এসিল্যান্ড অভিযানের নামে পুলিশ চেয়েছে। পুলিশ দেয়া হয়। এসিল্যান্ডের নিদের্শে একজনকে আটক করা হয়। আর এসিল্যান্ডের নিদের্শে আটক ব্যক্তিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। ওখান থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
মহেশখালীর সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। এর পর দফায় দফায় চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। এক পর্যায়ে এসএমএস দিয়ে জানান বিষয়টির ‘সমাধান হয়েছে, তাকে ছেড়ে দেয়া হয়েছে।’
এব্যাপারে আলাপ করতে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…