লাইফস্টাইল ডেস্ক : এমনিতেই চুলের অলংকার হিসেবে ফুল তুলনাহীন। আর বসন্ত এলে তো কথাই নেই। কখনো খোলা চুল, কখনো বেণির বুনন, আবার কখনোবা খোঁপার বাঁধন! এসবের সঙ্গে দিব্যি মানিয়ে যায় দোলনচাঁপা, পদ্ম, মাধবীলতা, জুঁই, বেলি, গন্ধরাজ, গোলাপ কিংবা কাঠগোলাপ। আর খোঁপায় গাজরা গুঁজে দিলে পারফিউমের আর দরকার পড়বে না।
চুলে আটকা পড়া ফুলের সুগন্ধ মনের ভেতর একধরনের স্নিগ্ধ, ফুরফুরে সতেজ ভাব নিয়ে আসে। আর সৌন্দর্য একলাফে বেড়ে যায় অনেকখানি। চুলের এই সাজ কিন্তু অনেক পুরোনো। ঘুরে-ফিরে আরামদায়ক ও ফ্যাশনেবল স্টাইলগুলোই পায় জনপ্রিয়তা। আর এখন চুলের নয়া ফ্যাশন হলো খোঁপা। যদিও স্টাইলটি কিন্তু অনেক পুরোনো। তবে হালের ফ্যাশনের সংযোগে খোঁপায় আনা যায় ভিন্নতা।
খোঁপার একটি অন্যতম অনুষঙ্গ হলো ফুল। আর বসন্তে চুলের ভাঁজে ফুল গুঁজে নেওয়া, সে তো চিরচেনা। নতুনভাবে চুলের ফ্যাশনের অংশ খোঁপায় গাজরা বেঁধে নেওয়া। খুব ঢিলেঢালা বাঁধন নয়, একটু আঁটসাঁট স্টাইলেই খোঁপা বেঁধে নিতে পারেন।
মাঝে পুরোপুরি সিঁথি কেটে বা আলতো সিঁথি—দুইভাবেই আঁটসাঁট খোঁপা বাঁধা যায়। তবে চুল একেবারেই মিশিয়ে রাখতে হবে। সে ক্ষেত্রে চুলের জেল বা স্প্রে ব্যবহার করতে পারেন। কিছুই না থাকলে পানি দিয়েও সেট করে নিতে পারেন। আবার চাইলে কানের দুই পাশে চিকন বেণিও করে নিতে পারেন।
এমন খোঁপার সঙ্গে অনেক বেশি গাজরার কলি নয়, বরং একটি মালাই ভালো দেখাবে। যাতে খোঁপাটা চোখের আড়াল হয়ে না যায়। চাইলে গাজরার সঙ্গে কিছু গোলাপি আভার গোলাপ মিশিয়ে নিতে পারেন।
যেকোনো রঙের পোশাকের সঙ্গে মানানসই সাদা রঙের গাজরা। গাঢ় নীল, বেগুনি, সবুজ, পেস্ট, লালের সঙ্গে সঙ্গে সাদা, বাদামি, ঘিয়ের মতো রঙেও বাঁধা যাবে গাজরা।
ফুল সাধারণত শাড়ির সঙ্গেই বেশি ভালো লাগে। তবে সালোয়ার-কামিজ, আনারকলি বা লেহেঙ্গার সঙ্গেও মন্দ লাগবে না সাদা গাজরার ছোট কলি। খোঁপা করলে কানে পরে নিন ঝুমকা বা মুক্তার বড় দুল। এতে আটকা চুলের সৌন্দর্য আরও ফুটে উঠবে।
একনজরে গাজরার সাজ
* খোঁপাটা আঁটসাঁট করে বাঁধতে হবে।
* গাজরার আকৃতি এমন হবে, যাতে ফুল আর খোঁপা দুটিই দেখা যায়। তাই বেশি ফুল ব্যবহার না করাই ভালো।
* চুল যেন সামনে থেকে বেরিয়ে না থাকে, সে জন্য ভালোভাবে সেট করে নিতে হবে। প্রয়োজনে জেল বা স্প্রে ব্যবহার করা যায়।
* দেশি ঐতিহ্যবাহী লুকেই গাজরা বেশি মানানসই।
* যেকোনো রঙের সঙ্গেই চলে গাজরা।
* বিয়েতেও দিব্যি ট্রেন্ডে আছে গাজরার সাজ।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলার সাগর উপকূলবর্তী পাহাড়ী এলাকার গোপন আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দ্যেশে…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক ছিনতাইয়ে জড়িত পেশাদার ১২ জন ছিনতাইকারিকে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে বিপুল পরিমান নিত্যপণ্যসহ বহনকারি ট্রলার জব্দ…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা ভস্মিভূত এবং…
নিজস্ব প্রতিবেদক : চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা…
নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় অতর্কিত শ্বশুর বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন…