বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো জনপ্রিয় হওয়ার স্বপ্ন কার না থাকে। বলিউড নায়িকা শর্বরী বাগও এর ব্যতিক্রম নন। তিনি চান মাধুরীর মতো হতে। এবার তাই কত্থক নাচের তালিম নিতে শুরু করেছেন শর্বরী।
আমাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন এই তরুণ অভিনেত্রী। তবে হিন্দি ছবিতে তাঁকে প্রথম ‘ব্রেক’ দেয় যশরাজ ফিল্মস। ‘বান্টি অউর বাবলি টু’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন শর্বরী। আমির খানের ছেলে জুনাইদ খানের ছবি ‘মহারাজা’য় দেখা যাবে তাঁকে। তবে এই মারাঠি কন্যা বলিউডে নিজের জায়গা পাকা করতে আরও পরিশ্রম করতে চান। শুধু তা–ই নয়, বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাঁর অনুপ্রেরণা। এই তরুণ নায়িকা বলেন, ‘শুরু থেকেই মাধুরী দীক্ষিতজি আমাকে দারুণভাবে প্রভাবিত করে এসেছেন। তিনি আমাকে সব সময় প্রেরণা জুগিয়েছেন। দীর্ঘদিন ধরে আমার কত্থক শেখার ইচ্ছা ছিল। অবশেষে আমি কত্থক শেখা শুরু করেছি।’
শর্বরী আরও বলেছেন, ‘আমি যখনই মাধুরী ম্যামের নাচের ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও অথবা নাচের শো দেখি, তখনই কত্থক শেখার জন্য গুগলে শিক্ষক খুঁজি। মাধুরীজি আমার আদর্শ। আর আশা করি, কোনো না কোনো দিন আমি তাঁর সঙ্গে নাচের সুযোগ পাব। এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় হবে।’
শর্বরী জানিয়েছেন, একজন অভিনয়শিল্পী হিসেবে তাঁরা নিজেদের নতুন নতুন চরিত্রে মেলে ধরেন। তাঁদের জানা নেই, আগামী দিন নিজেকে কোন চরিত্রে মেলে ধরবেন। কিন্তু একটা নাচ শিখলে তা সব সময়ই কাজে লাগবে। তিনি বলেন, ‘নাচ শিখলে শরীরে এক অদ্ভুত দ্যুতি আসে। কত্থক শেখা মাধুরীজির প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। আমি মনপ্রাণ দিয়ে কত্থক শিখতে চাই। কারণ, আমি মাধুরীজিকে দেখেছি দারুণভাবে নাচতে।’ শর্বরী জানিয়েছেন, মাধুরীর মতো তিনি নিজেকে মহারাষ্ট্রের কন্যা বলতেও পছন্দ করেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…