Categories: বিনোদন

মাধুরী হতে কত্থক শেখা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মতো জনপ্রিয় হওয়ার স্বপ্ন কার না থাকে। বলিউড নায়িকা শর্বরী বাগও এর ব্যতিক্রম নন। তিনি চান মাধুরীর মতো হতে। এবার তাই কত্থক নাচের তালিম নিতে শুরু করেছেন শর্বরী।

আমাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘দ্য ফরগটেন আর্মি’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন এই তরুণ অভিনেত্রী। তবে হিন্দি ছবিতে তাঁকে প্রথম ‘ব্রেক’ দেয় যশরাজ ফিল্মস। ‘বান্টি অউর বাবলি টু’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন শর্বরী। আমির খানের ছেলে জুনাইদ খানের ছবি ‘মহারাজা’য় দেখা যাবে তাঁকে। তবে এই মারাঠি কন্যা বলিউডে নিজের জায়গা পাকা করতে আরও পরিশ্রম করতে চান। শুধু তা–ই নয়, বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাঁর অনুপ্রেরণা। এই তরুণ নায়িকা বলেন, ‘শুরু থেকেই মাধুরী দীক্ষিতজি আমাকে দারুণভাবে প্রভাবিত করে এসেছেন। তিনি আমাকে সব সময় প্রেরণা জুগিয়েছেন। দীর্ঘদিন ধরে আমার কত্থক শেখার ইচ্ছা ছিল। অবশেষে আমি কত্থক শেখা শুরু করেছি।’

শর্বরী আরও বলেছেন, ‘আমি যখনই মাধুরী ম্যামের নাচের ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও অথবা নাচের শো দেখি, তখনই কত্থক শেখার জন্য গুগলে শিক্ষক খুঁজি। মাধুরীজি আমার আদর্শ। আর আশা করি, কোনো না কোনো দিন আমি তাঁর সঙ্গে নাচের সুযোগ পাব। এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় হবে।’

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত শর্বরীর অনুপ্রেরণা

শর্বরী জানিয়েছেন, একজন অভিনয়শিল্পী হিসেবে তাঁরা নিজেদের নতুন নতুন চরিত্রে মেলে ধরেন। তাঁদের জানা নেই, আগামী দিন নিজেকে কোন চরিত্রে মেলে ধরবেন। কিন্তু একটা নাচ শিখলে তা সব সময়ই কাজে লাগবে। তিনি বলেন, ‘নাচ শিখলে শরীরে এক অদ্ভুত দ্যুতি আসে। কত্থক শেখা মাধুরীজির প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। আমি মনপ্রাণ দিয়ে কত্থক শিখতে চাই। কারণ, আমি মাধুরীজিকে দেখেছি দারুণভাবে নাচতে।’ শর্বরী জানিয়েছেন, মাধুরীর মতো তিনি নিজেকে মহারাষ্ট্রের কন্যা বলতেও পছন্দ করেন।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago