রামু একে আজাদ উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে-মাদক বিরোধী সমাবেশ

সোয়েব সাঈদ, রামু : রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেছেন- রামুতে বাল্য বিবাহ ও মাদকের বিস্তার মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। বাল্য বিবাহের ফলে অনেক মা অকাল গর্ভরাধণ করে প্রাণ হারাচ্ছে। আবার অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। তাই যেখানেই বাল্য বিয়ে সেখানে প্রতিরোধ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবমহলকে স্বোচ্ছার ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল মাদক, বাল্যবিবাহসহ ইভটিজিং রোধ করা সম্ভব।

ইউএনও প্রণয় চাকমা রামুর দক্ষিণ মিঠাছড়ি একে আজাদ উচ্চ বিদ্যালয় ও হাজী আল মাছিয়া ফাউন্ডেশন আয়োজিত মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঙ্গলবার (২২ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় একে আজাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন- একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা।

সমাবেশে উদ্বোধক ছিলেন- রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা।

বিশেষ অতিথির বক্তব্যে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- আগামী দিনের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাজীবনের প্রতিটি মূহুর্তকে কাজে লাগাতে হবে। মনে রাখতে আগামীদিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞানের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে। শিক্ষাজীবনে বাল্য বিয়ের শিকার কিংবা মাদকাসক্ত হলে নিজের ধ্বঃস অনিবার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- রামু উপজেলা প্রকৌশলী মনজুর হাসান, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মাহমুদুল হক, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, পানেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, দক্ষিন মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামাল হোছাইন চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য মিনুর নাহার মিনু, ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য খালেদা বেগম, ৭,৮,৯ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য শাকিলা সোলতানা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কালাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক দুদু মিয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজা মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ খলিল, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর আলম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছৈয়দ আলম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলাম। সমাবেশে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্পূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও প্রণয় চাকমা সহ অতিথিবৃন্দ অবহেলিত জনপদে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে এলাকাটিকে আলোকিত করায় আবুল কালাম আজাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বিদ্যালয়ে শিক্ষার মান সহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

tawhid

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

3 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

3 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

4 weeks ago