ফের সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহি জাহাজ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটক নিয়ে ৭টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপার ভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।

তিনি বলেন, বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সোমবার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক এবং ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় মঙ্গলবার থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। তাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টেকনাফ দমদমিয়া জেটিঘাট হতে পর্যটকবাহি ৭টি জাহাজ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়।

জহির উদ্দিন ভূইয়া বলেন, ‘কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ এন্ড ডাইন, এসটি শহীদ সুকান্ত বাবু, এমভি সালাম, বে ক্রুজ, এমবি পারিজাত ও এমভি ফারহান দুপুরে সেন্টমার্টিন পৌছাবে। এই ৭টি জাহাজে প্রায় ২৬’শ মতো পর্যটক সেন্টমার্টিনে যায়। মঙ্গলবার অনেক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করবে। তাই আটকে পড়া পর্যটকরা বিকেল ৩টা সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পর্যটকবাহি জাহাজ কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ এন্ড ডাইন ব্যবস্থাপক শাহ আলম বলেন, একদিন বন্ধ থাকার পর পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার কেয়ারির দুটি জাহাজে করে মোট ৬’শ ৩৫ জন পর্যটক সেন্টমার্টিন গেছে। আর বিকেল ৩ টায় ফিরে টেকনাফে ফিরে আসা সময় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসবে। আটকে পড়া পর্যটকদের মধ্যে কেয়ারির যাত্রী ছিল মাত্র শতাধিক।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, ‘আবহাওয়া অফিস ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় সোমবার টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। এতে ২ হাজারের বেশি পর্যটক দেশের একমাত্র প্রবাল দ্বীপে আটকা পড়েন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। মঙ্গলবার টেকনাফ থেকে সকল জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। সুতরাং, জাহাজ চলাচল যেহেতু স্বাভাবিক হয়েছে, তাই দ্বীপে আটকে পড়া সকল পর্যটক মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিরাপদে টেকনাফ ফিরবেন। তবে এখন পর্যন্ত সেন্টমার্টিনে সকল পর্যটক নিরাপদে রয়েছেন।’

nupa alam

Recent Posts

টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…

24 hours ago

চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ

চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…

1 day ago

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…

1 day ago

সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…

2 days ago

পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…

2 days ago

সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…

2 days ago