বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হেঁটেছে গ্রামেগঞ্জে, শহরে-বন্দরে, এমনকি দেশের বাইরে। সংকল্পে অবিচল থেকেছে। গেয়েছে গণমানুষের গান, অংশ নিয়েছে উনসত্তরের গণ-অভ্যুত্থানে, একাত্তরের মুক্তিযুদ্ধে, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে। উদীচী এক সক্রিয় আন্দোলনের নাম।
কক্সবাজার পৌরসভা চত্বরে শুক্রবার বিকাল ৪.০০ টায় অনুষ্ঠিত হয়েছে উদীচী কক্সবাজার জেলা সংসদের সম্মেলন। উক্ত সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন সিপিবি কক্সবাজার জেলা শাখার সভাপতি, বরেণ্য রাজনীতিক দীলিপ দাশ।
কল্যান পালের সভাপতিত্বে, জাহেদুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাট্যজন এডভোকোট তাপস রক্ষিত,সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌং দোলন,উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য রহমান মুফিজ,আবৃত্তিকার ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট প্রতিভা দাশ, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি নুপা আলম। উদীচী কক্সবাজার সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ, সম্মেলন প্রস্তুুতি পরিষদের কো চেয়ারম্যান আশুতোষ রুদ্র প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “কখনো কখনো শত্রুর চোখরাঙানি, বুলেট, বোমা থামিয়ে দিতে চেয়েছে উদীচীর কর্মকাণ্ড। কিন্তু সত্যেন সেনের সঞ্জীবনী সংগীত ‘মানুষের কাছে পেয়েছি যে বাণী তাই দিয়ে রচিত গান মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ’ উদীচীর কর্মীদের নিরন্তর অনুপ্রাণিত করেছে। কর্মীরা ছুটে গেছে মানুষের কাছে। মানুষের মন জাগাতে, নিপীড়িত মানুষের মুক্তির আদর্শে অনুপ্রাণিত করতে।”
আগামীকাল ১৯ ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনের মাধ্যমে উদীচী কক্সবাজার জেলা সংসদের দুদিন ব্যাপী সম্মেলন সমাপ্ত হবে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব ফাল্গুনী হৈমু।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান…
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ…
নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টামর্টিনগামী জাহাজ ছাড়ার…
নিজস্ব প্রতিবেদক : সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে ‘পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধসহ বিধি-নিষেধ প্রত্যাহারের’ দাবিতে কক্সবাজার…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ী এলাকার গোপন…
নিজস্ব প্রতিবেদক : সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারি ( পিএস…