হত্যা করে আত্মগোপন, অতঃপর ধরা

মহেশখালী প্রতিনিধি : মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার থেকে ফেরার পথে আত্মসমর্পন করা দস্যু মো. আলা উদ্দিন (২৬)কে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি উকিল আহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

গ্রেপ্তার উকিল আহাম্মদ ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনসুর আলম প্রকাশ রসুর ছেলে। সে আলাউদ্দীন হত্যার পর থেকে পলাতক ছিল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ২০২১ সালের ৫ নভেম্বর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টায় পূর্ব শত্রুতার জের ধরে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে মারাতত্মক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

তিনি আরও বলেন, পরে ১৮ জনকে আসামি করে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আলা উদ্দিনের বড় ভাই। ওই মামলার এজাহারে ২ নম্বর প্রধান আসামি করা হয় উকিল আহাম্মদকে। এরপরই সে ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপণ করে থাকে। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, এর আগে গত ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন আলা উদ্দিন। করছিলেন স্বাভাবিক জীবন-যাপনও। তার এরুপ হত্যার ঘটনাটি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

nupa alam

Recent Posts

লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্র সৈকতের জন প্রিয় স্পট সুগন্ধ পয়েন্ট; যেখানে সারা বছর পর্যটকের…

4 days ago

বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক বা প্রতিষ্ঠান হউক তাদেরকে জনগনের কাছে…

4 days ago

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে।…

4 weeks ago

টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার এবং তিন…

4 weeks ago

টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল…

1 month ago